ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। তবে সংসারের সুখ যেন সইলো না মধুমিতার। ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন মধুমিতা-সৌরভ। তারপর দুজনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন। ব্যস্ত হয়ে পড়েন যে, যার কাজে।
মাঝে কেটে যায় অনেকটা সময়। এরপর গত বছর ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নতুন প্রেমের ছন্দে ফেরেন মধুমিতা। এবার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা।
মধুমিতা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সে খবর কানেও গেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামীর, জানিয়েছেন শুভবার্তাও।