রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

উন্মুক্ত এজেন্ডায় দলগুলোর সঙ্গে সংলাপ শুরু আজ

  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩.৪৯ এএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো অংশ নেবে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, সব দলের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনেরও আন্তরিকতার ঘাটতি নেই। এদিকে সংলাপে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো এজেন্ডা বা আলোচ্যসূচি রাখা হচ্ছে না। উন্মুক্ত আলোচ্যসূচিতে এ সংলাপ শুরু করছে কমিশন।

তবে নির্বাচন কমিশনের আস্থা অর্জন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে-বিপক্ষে মত, নির্বাচনকালীন সরকার ও নির্বাচনব্যবস্থাসহ কয়েকটি বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। নির্বাচন কমিশন সূত্র এবং ১০টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করে এসব তথ্য জানা গেছে।

সংলাপের প্রথম দিন আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সঙ্গে বসছে ইসি। এর মধ্যে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সংলাপে অংশ নেবে না বলে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছে। বাকি তিনটি দল এ সংলাপে অংশ নেবে বলে জানতে পেরেছে ইসি।

অপরদিকে জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বিদেশ থাকায় ২৪ জুলাই নির্ধারিত দিনে সংলাপে আসবে না বলে জানিয়েছে। অপরদিকে ২১ জুলাই কর্নেল তাহের দিবস থাকায় ওইদিন ইসির সংলাপে আসবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

তবে আওয়ামী লীগ, সমমনা ও শরিক দলগুলো অংশ নেবে। এছাড়া সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও সংলাপে অংশ নেবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ যুগান্তরকে বলেন, রাজনৈতিক দল হিসাবে সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে। তবে সেখানে কী কী প্রস্তাব দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে, তা দলীয়ভাবে নির্ধারণ করা হবে।

উন্মুক্ত এজেন্ডা রাখায় নির্বাচনকেন্দ্রিক প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ইসির সংলাপে আলোচনার কোনো বিষয়বস্তু বা আলোচ্যসূচি রাখা হয়নি। যদি আলোচ্যসূচি থাকত, তাহলে সেই বিষয়গুলোর ওপর আমাদের অবস্থান তুলে ধরতাম। তিনি বলেন, যেহেতু আলোচ্যসূচি নেই, সুতরাং সার্বিকভাবে নির্বাচন নিয়ে আমাদের প্রস্তাব দেওয়ার সুযোগ থাকবে। ২৩ জুলাই প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে আমাদের প্রস্তাব কী হবে, তা নিয়ে আলোচনা করব।

ইসি সূত্র জানায়, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করে। ১৩ মার্চ শুরু হওয়া সংলাপে এ পর্যন্ত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে। সর্বশেষ ১৯, ২১ ও ২৮ জুন-তিন দিনে ১৩টি করে রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম যাচাই অনুষ্ঠানের আয়োজন করে ইসি। ওই সময়ে ২৮টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছিল। বিএনপিসহ ১১টি রাজনৈতিক দল অংশ নেয়নি। এবারও বিএনপি এ সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort