রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

উত্তর-নরসিংপুরে হাজারো মানুষের যাতায়াতের রাস্তা নেই, আছে ময়লার ভাগাড় : দুর্ভোগ

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১০.৩২ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর-নরসিংপুর একটি সমৃদ্ধ ও শতভাগ শিল্পাঞ্চল। এই অঞ্চলের বেপারী পাড়ার পিছনের অংশে ছোট পাড়ায় দীর্ঘদিন মানুষের দুর্ভোগ একটি রাস্তার জন্য।
ছোট পাড়ার যাতায়াতের জন্য মূল অংশে প্রভাবশালীদের বাসা বাড়ির দূষিত পানি এবং ময়লা আবর্জনার ভাগার পরিণত হয়েছে। অঞ্চলের কিছু অংশ ঘুরে দেখা যায়, এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু প্রভাবশালীদের চিন্তা চেতনার অভাবে ছোট পাড়ার মানুষদের রাস্তায় ময়লা আবর্জনা ও তাদের ব্যবহারের পানি ফেলছে।
এ অঞ্চলের মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা বারবার এলাকার জনপ্রতিনিধিদের অবগত করলেও আশা দেয় কিন্তু কাজ করে না। বছরের আট মাস এই রাস্তায় ময়লা পানি জমে থাকে।
এতে প্রায় প্রতিটি বাড়িতে দূষিত পানি বাহিত রোগে আক্রান্ত অন্তত একজন। এখানে প্রায় সবসময় পানি জমে থাকে, যার ফলে ডেঙ্গু মশার জন্ম হয়। প্রশাসন এসব দেখেও কেন নিশ্চুপ তা আমাদের অজানা। শিল্পাঞ্চলে মানুষের রাস্তার ব্যবস্থা নেই যা খুবই হতাশাজনক।
বহুযুগ আগে থেকে ছোট পারার মানুষ আশপাশের এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ অর্জনে সম হয়। ছোট পারার অধিকাংশ
মানুষ গার্মেন্টস চাকরি বা ব্যবসার কাজে এই রাস্তা ব্যবহার করেন। তাদের একমাত্র অবলম্বন এই রাস্তা। কিন্তু এখন রাস্তার কোন অস্তিত্ব নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি দ্রæত যেন আমাদের সমস্যার অবসান হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort