ইরানের বাস দুর্ঘটনায় দুই নারী সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ২১ জন। বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিম আজারবাইজানের নাঘাদেহ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরকারি ইরনা নিউজ এজেন্সির রিয়ানেহ ইয়াসিনি ও আধা-সরকারি ইসনা নিউজ এজেন্সির মাসহাদ কারিমি।
আল-আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী একটি বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২০ জন পরিবেশ সাংবাদিকসহ মোট ২৬ জন যাত্রী ছিল। সাংবাদিকরা রাজধানী তেহরান থেকে উত্তর-পশ্চিম আজারবাইজানে যাচ্ছিলেন অ্যাসাইনমেন্ট কাভার করতে।
দুর্ঘটনার পর দুইজন মারাত্মক আহতসহ ১৩ জনকে পশ্চিম আজারবাইজানের নাঘাদেহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
নাঘাদেহ পুলিশ প্রধানকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে দুঃখজনক এই দুর্ঘটনা ঘটেছে।