ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নারায়ণগঞ্জ থেকে অংশ নিবে ১৫৮ জন কাউন্সিলর। একই সাথে থাকবে ৩১৬ জন ডেলিগেট।
আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে তাঁরা ঢাকার সম্মেলনে যোগ দেবেন।
উদ্বোধনী পর্বের পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। কাউন্সিলররা এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
এবারের আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এই বিষয় সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জনসংখ্যার প্রতি ২৫ হাজারে ১ জন করে কাউন্সিলর ও ২ জন ডেলিগেট সম্মেলনে যোগ দিতে পারবেন। সে হিসেবে নারায়ণগঞ্জ জেলা থেকে ১১৮ জন কাউন্সিলর ও ২৩৬ জন ডেলিগেট এতে অংশ নেবেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা ৪০ জন কাউন্সিলর ও ৮০ জন ডেলিগেট সম্মেলনে যোগ দেব।