শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, প্রাথমিক দলের দুজন বাদ ‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ধুয়ে দিলেন শুভশ্রী বিহারে ভোটার তালিকায় বাংলাদেশিসহ বিদেশিদের নাম, ৩ লাখ ভোটারকে নোটিশ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় জুলাই সনদ: স্বাক্ষর করা নিয়ে সংশয় বাম দলগুলোর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে শরীয়তপুরে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণা পিরোজপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার নির্বাচন এদেশের মানুষের মুক্তি এবং কল্যাণের পথ নয় : মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, প্রাথমিক দলের দুজন বাদ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১২.১০ পিএম
  • ১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকা থেকে সবার আগে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করা দলটি সেপ্টেম্বরে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়বে। যার জন্য গত ১৮ আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে দু’জনকে বাদ দিয়ে আলবিসেলেস্তেরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে।

মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রাথমিক দলে থাকা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়া। তবে জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়া ম্যানুয়েল লোপেজ শেষ পর্যন্ত এই স্কোয়াডেও আছেন। এর মধ্যে কিছুটা চমক হিসেবেই এসেছে মেদিনাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত। গত জুনেও তিনি আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন, চোটের কারণে বাইরে থাকা লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় তিনি বিকল্প হতে পারতেন। তবে কপাল পুড়েছে শেষ মুহূর্তে। অবশ্য আসন্ন ম্যাচে অবশিষ্ট অপশনগুলো কাজে লাগাতে চাইবেন স্কালোনি।

এর আগে প্রাথমিক স্কোয়াডে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও এনজো ফার্নান্দেজসহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি। বাছাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, তাই বাকি ম্যাচের জন্য তাকে ডাকেননি আর্জেন্টাইন কোচ। এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় ডাক পাননি পাউলো দিবালাও। এর বাইরে আর্জেন্টিনার গত বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোসরা।

এদিকে, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। এর বাইরে আলবিসেলেস্তেদের দলটিতে এবার স্বস্তি ফেরানো নাম মেসি। ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে।

২০২৬ বিশ্বকাপে আরও আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে আর্জেন্টিনা ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা ইকুয়েডরের মাঠে খেলবে।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল

মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort