বনিবনাটা আর হলোই না। সাত বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে জুভেন্তাস ও পাওলো দিবালার। নতুন চুক্তির ব্যাপারে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছিল। কিন্তু দুই পক্ষ শেষ অবধি পৌঁছাতে পারেনি সম্মতিতে। তাই আগামী গ্রীষ্মে ফ্রি অ্যাজেন্ট হিসেবে দল ছাড়ছেন দিবালা। এমন খবর দিয়েছে স্কাই স্পোর্টস।
জুনেই ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর্জেন্টাইন ‘লা জয়ার’। এরপর আর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ২৮ বছর বয়সী এই ফুটবলার। সোমবার ক্লাবের সঙ্গে তার অ্যাজেন্টের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার নতুন ঠিকানা কোথায় হবে, সেটাও অবশ্য জানা যায়নি।
জানা গেছে, ২০২৬ সাল পর্যন্ত জুভেন্তাসের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন দিবালা। প্রতি বছর তার বেতনের দাবি ছিল প্রায় ১০ মিলিয়ন ইউরো। ওই অর্থ দিতে রাজি হয়নি জুভেন্তাস। এখন যেকোনো ক্লাবের সঙ্গেই আলাপ-আলোচনা চালাতে পারবেন। এক্ষেত্রে দৌড়ে এগিয়ে দুই স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা।
২০১২ সালে আর্জেন্টিনার ক্লাব ইনস্টিটিউটো থেকে পালারমোর হয়ে খেলতে ইউরোপে আসেন দিবালা। ক্লাবটিতে তিন বছর কাটিয়ে ২০১৫ সালে যোগ দেন জুভেন্তাসে। ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচ খেলে ১১৩ গোলের সঙ্গে ৪৮টি অ্যাসিস্ট করেন তিনি।
চলতি মৌসুমে ইনজুরির সঙ্গে ভালো লড়াই চলছে দিবালার। প্রায় মাসখানেক পর রোববার মাঠে নেমেছিলেন সালেরনিটানার বিপক্ষে। নেমেই দলের হয়ে প্রথম গোলটি এসেছিল তার পা থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৯ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন তিনি।