নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আজ দল অনেক সুসংগঠিত। আমরা দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করতে চাই। সারা দেশে ব্যপক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের প্রচার সেল অনেক দুর্বল। আমিও সেভাবে প্রচার করিনা, আপনারাও করেন না। আপনারা যদি আজ থেকে জনগনকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলেন, তাহলে তিন মাসের মধ্যে শীতলক্ষ্যা এলাকায় অন্য দলের লোক খুঁজে পাবেন না।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর জল্লারপাড় এলাকায় ১৭ ও ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধে আমার ভাই ও বোনের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত পতাকা ওই স্বাধীনতা বিরোধীদের গাড়িতে তুলে দিয়েছিলো খালেদা জিয়া। ওরা রাষ্ট্র দ্রোহিতার কাজ করেছে। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলো পদ্মা সেতু অসম্ভব। আমাদের নেত্রী সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কিছু কিছু সুশিল-কুশিল বিশ্ব ব্যাংককে বুঝিয়েছে যে সরকার পদ্মা সেতু নিয়ে দুর্নীতি করেছে। শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছে। করোনাকালে আমাদের নেতাকর্মীরা সরকারি-বেসরকারি ভাবে মানুষকে ত্রান সামগ্রী দিয়েছে। শেখ হাসিনা ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন কিনে বাংলার জনগনকে দিয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা পৃথিবিতে আজ দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আমি মনে করি, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম অনেকটা কম। অনেকে বলছে, রিজার্ভ এর টাকা কমেছে। অভাবে পরলে ঘরের জমানো টাকা খরচ করি না? দেশের অভাবের কারনে রিজার্ভের টাকা খরচ করা হয়েছে। এই দেশের মানুষকে বাঁচানোর জন্য টাকা খরচ করেছে শেখ হাসিনা।
বিএনপিকে উদ্দেশ্যে করে খোকন সাহা বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া আর এরশাদ এই দেশে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপির বন্ধুরা আগুন সন্ত্রাস করে। বলেছিলো ১০ ডিসেম্বর দেশ খালেদা জিয়া আর তারেক রহমানের কথায় চলবে। এতিমের টাকা আত্মসাত করে জেল খাটছে খালেদা জিয়া। খুনি-সাজাপ্রাপ্ত আসামীরা কিভাবে দেশ পরিচালনা করবে।
এসময় মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়া মহানগর আওয়ামী লীগের সদস্য ও এনসিসির প্যানেল মেয়র আব্দুল করিম বাবুর তত্বাবাধায়নে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল ইসলাম, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা প্রমুখ।