আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানীতে জাতিসংঘের কার্যালয়ে ‘সরকারবিরোধী পক্ষ’ হামলা করেছে। শুক্রবার (৩০ জুলাই) হওয়া এ হামলায় অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। দেশটিতে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা বলছেন, তালেবান যোদ্ধারা হেরাত শহরে প্রবেশের পর ইউএনএএমএর প্রাদেশিক সদর দফতরের কাছে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর রকেট-চালিত গ্রেনেড ও গোলাগুলির মাধ্যমে এই হামলার ঘটনা ঘটে।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, জরুরি ভিত্তিতে হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে তারা। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে।কে বা কারা হামলা করেছে তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সব কূটনৈতিক ভবন ও কার্যালয়কে আগেই সতর্ক থাকতে বলা হয়েছিল।এটিকে স্পষ্টতই জাতিসংঘের ওপর হামলা বলে জানিয়েছে ইউএনএএমএ। তারা এটাও নিশ্চিত করেছে যে, হামলায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি।
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লায়ন্স বলছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলার ঘটনা শোচনীয়। কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি।