আড়াইহাজার প্রতিনিধি:- আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন এলাকায় আদর্শ বাজার কালীবাড়িতে দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । সারা জমিনে ঘুরে দেখা যায় দুটি দোকান ও একটি ভিটি পাকা চৌচালা টিনের ঘর ভাঙচুর করে টিনেরচাল বেড়া,মালামালসহ সকল কিছু লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী জায়গার মালিক মাওলানা আবু বকর প্রতিনিধিকে ভারাক্রান্ত মনে জানায় 02/ ৯/২৪ ইং রাতে আমাদের দোকানপাট ও ঘর ভেঙ্গে টিন কার্ড সহ সব মালামাল নিয়ে যায়,সকালে জায়গায় এসে দেখি কিছুই নাই,অবশিষ্ট অ্যাঙ্গেল লোহা ও ইটের শুঁড়কি পড়ে আছে।স্থানীয় থানা থেকে ৩০/0৮/ ২৪ তারিখে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশা সম্পত্তির উপর আইনি নোটিশ দেন। আড়াইহাজার থানার আইনি নোটিশ পাওয়ার পরেও মোঃ সুলতান মিয়া বাবুর্চি পিতা খয়রাত হোসেন, মোঃ কবির মিয়া,পিতা মোঃ সুলতান মিয়া বাবুর্চি সহ কিছু সন্ত্রাসীদের ভিতরে আমাদের দোকান ভাঙচুরের ঘটনা ঘটাইছে । বাদীপক্ষ আরো জানান আমি গরিব মানুষ আমি কোনপ্রকার রাজনীতি করি না,ছোট্ট একটা চাকরি করে জীবন যাপন করি বউ পোলাপান নিয়ে চলি । আমার এত বড় ক্ষতি করল, প্রায় ৪-৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেল । সুবিচারের জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি । নাম প্রকাশে অনিচ্ছুক পাশের দোকানদার জানায় রাতে ১০-১২ জন লোকের সমাগম দেখি ঘরের টিন ভাঙচুররে বিকট আওয়াজ শুনি,ডাকাত মনে করে ভয়ে কাছে যাইনি । বিশেষ সূত্রে জানা গেছে কবির মিয়া কিশোর গ্যাং এর সাথে জড়িত । বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ পিটিশন দায়ের নং- ৫৮৫/২৪/২০২৪ খ্রি:।