আড়াইহাজারে পুর্বশত্রুতার জেরে হামলার ঘটনায় চোঁখ হারিয়েছে ৮ বছরের শিশু দ্বীন ইসলাম সে উপজেলার চৈতনকান্দা এলাকার জামাল হোসেনের ছেলে।
হামলার ঘটনায় দ্বীন ইসলামের পিতা জামাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার খালেকের ছেলে জামাল হোসেনের সাথে একই এলাকার অহিদের ছেলে মো: আহাদ গংয়ের সাথে তুচ্ছে বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ শত্রুতা পোষণ করে আসছিলো। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালার চর এলাকায় জামাল হোসেনের ছোট ছেলে দ্বীন ইসলাম(৮) চালার চর রাস্তাসংলগ্ন হামিদউল্লাহর মোদী দোকানের সামনে অবস্থানকালে মো: আহাদের নেতৃত্বে ,হাবিব,অহিদ, গং পুর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্রশস্র ও ধারালো ছুড়ি নিয়ে দ্বীন ইসলামের নিকট উপস্থিত হয়,আতর্কিত হামলা চালায় ও এলোপাতারী মারপিট করতে থাকে। এ সময় আহাদ তার হাতে থাকা ছুরি দ্বারা দ্বীন ইসলামকে চীরতরে অন্ধ করার উদ্যেশ্যে ডান চোঁখের মাঝবরাবর গাই মারিলে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। দ্বীন ইসলামের ডাক চিৎকারে আশপাসের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্বীন ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় দ্বীন ইসলামকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাঁসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান দ্বীন ইসলামের ডান চোঁখ চীরতরে নষ্ট হয়ে গেছে।
এ ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।