নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার মদনপুর ইউনিয়নের পরিষদের সেই মেম্বারের তথ্য চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রেরিত ওই চিঠিতে জেলা প্রশাসনের মতামতও চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান ওই চিঠি প্রেরণ করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের কাছে।
অভিযুক্ত ওই মেম্বারের নাম মো. সোহেল মিয়া। সে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও আন্দিরপাড় এলাকার আনোয়ার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর ও যাত্রাবাড়িসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও মাদক আইনে বেশকিছু মামলা রয়েছে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর যাত্রাবাড়ি থানার এক মাদক মামলায় কারাভোগও করেন তিনি।
গত ৩০ আগস্ট সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছে র্যাব। মামলা নং-৪২।
চিঠিতে বলা হয়েছে, অভিযোগটি আদালতে গৃহীত হয়েছে কিনা? হয়ে থাকলে অভিযোগপত্রের সার্টিফাইড কপি ও মতামত প্রেরণ করা হোক।