টানা কয়েকদিনের বর্ষনে তলিয়ে গেছে ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লালপুর-পৌষাপুকুর এলাকার রাস্তা ঘাট। রাস্তাগুলোতে কোমর সমান পানির পাশাপাশি বাসা বাড়িতে ও ঢুকেছে বৃস্টির পানি। ফলে পানিবন্দি হাজার হাজার মানুষের দূর্ভোগ চরমে পৌছেছে।
কোমর পানির নিচে তলিয়ে আছে রাস্তা ঘাট। প্রতিটি বাড়ীতেই কোমর সমান পানি। নিদারুন কস্টের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
অথচ এ ওয়ার্ডে তিন তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের বসবাস। ফতুল্লা ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের বাড়ী প্রথমে তারপরে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ী এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর বসবাস ও এই চার নং ওয়ার্ডেই।
তিনজন জন প্রতিনিধি বসবাসের পরেও এই ওয়ার্ডের লালপুর-পৌষাপুকুর পাড় এলাকার রাস্তাগুলো বছরের অধিকাংশ সময়ই থাকে পানির নীচে।
ঈদের চতূর্থ দিন রোববার (২ জুলাই) সকালে সরজমিনে লালপুর- পৌষাপুকর এলাকায় গিয়ে দেখা যায় পানিবন্দি মানুষের দূর্ভোগের চিত্র।
টানা কয়েক দিনের বৃস্টিতে অভাব দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। বিশুদ্ধ পানির জন্য তাদের ছুটতে হচ্ছে বহুতল ভবনগুলোতে।কেউ কেউ ছুটে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকার পরিচিতজনদের বাসা বাড়ীতে। টিন শেড, বেড়া- টিনের এক তলা বাড়ীতে যাদের বসবাস তাদের কস্টের মাত্রা সবচাইতে বেশী।
অধিকাংশ বাড়ীর ভিতরে ঢুকে গেছে পানি। রাস্তাগুলোতে কোমর সমান পানি। রিক্সার পরিবর্তে রাস্তাগুলোতে চলতে ভ্যানগাড়ী।
যে রাস্তায় এক সময় রিক্সা,অটোরিক্সা, ইজিবাইক চলতো,পায়ে হেটে নিজ নিজ গন্তব্য স্থলে ছুটে চলতো হাজার হাজার মানুষ সেই রাস্তায় চলাচলে আজ ভরসা একমাত্র ভ্যান গাড়ী। কিছু জায়গায় পানি কম তবে অধিকাংশ জায়গাজুড়ে পানি এতোটাই বৃদ্ধি পেয়েছে যে ভ্যান গাড়ীর কাঠের জায়গা ছুই ছুই।
ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন জানায়, জলাবদ্ধতা বা বৃস্টির পানি নিঃস্কাসনে আমি আমার সাধ্যমত চেস্টা করেছি। উধ্বতন মহলে বিষয়টি জানানো হয়েছে। তারা বলেছে অতি দ্রুত পানি নিঃস্কাসনে ব্যবস্থা গ্রহন করা হবে আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানায়, রনি ডাইংয়ের মালিক শহিদ শত বর্ষ পুরোনো পাকিস্তান খাদঁ থেকে পৌষাপুকুপাড় কবরস্থান পর্যন্ত রাস্তার মধ্যখানে ইমারত বা দেয়াল তৈরি করে রাস্তাটি দখল করে রেখেছে। ফলে বৃস্টির পানি সরতে পারছেনা।
জলাবদ্ধতা নিরসন সহ শতবর্ষ পুরোনো রাস্তাটি উদ্ধারে নারায়নগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হস্তক্ষেপ দাবী করেছে স্থানীয়বাসী।