শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

২৭ ওয়ার্ডে ১৪৮ কাউন্সিলর প্রার্থী কে কোন প্রতীক পেলেন

  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৪.১৪ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মেধ্য প্রতীক বরাদ্দ দেয়া হয়। ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে বরাদ্দকৃত প্রতীকগুলো হলো-

১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওমর ফারুক পেয়েছেন ঝুড়ি, মাহমুদুর রহমান লাটিম, হাজী মো. আনোয়ার ইসলাম ঠেলাগাড়ি, মো. আবদুর রহিম ঘুড়ি, মো. জাহিদুল ইসলাম ট্রাক্টর, হাজী আব্দুল মালিক ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. মাহাবুব আলম মিষ্টি কুমড়া।

২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন পেয়েছেন লাটিম, সামসুল আলম ‘করাত’, মো. কামাল হোসেন ‘ব্যাডমিন্টন র‌্যাকেট’, মো. ইসমাইল ‘রেডিও’, মো. আমিনুল হক ভুঁইয়া রাজু ‘ঘুড়ি’, সোহরাব হোসেন ‘মিষ্টি কুমড়া’, সুলতান গিয়াস উদ্দিন ‘এয়ার কন্ডিশনার’, শফিকুল ইসলাম ঝুড়ি।

৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহ্জালাল বাদল পেয়েছেন ঠেলাগাড়ি, এ আর ফররুখ আহমাদ ‘রেডিও’, চাঁদনী আক্তার জ্যোতি ‘ঝুড়ি’, মো. আলমগীর ‘লাটিম’, মো. ইরান ‘মিষ্টি কুমড়া’, তোফায়েল হোসেন ‘ঘুড়ি’। বর্তমান কাউন্সিলর শাহ্জালাল বাদল সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা।

৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান পেয়েছেন লাটিম নুর উদ্দিন মিয়া ঠেলাগাড়ি, নজরুল ইসলাম ঘুড়ি, বিল্লাল হোসেন ট্রাক্টর। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান জাতীয় শ্রমিক লীগের সাবেক ৯ বছরের সভাপতি মতিন মাষ্টারের ছেলে। নুর উদ্দিন মিয়া সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই।

৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল পেয়েছেন ব্যাটমিন্টন র‌্যাকেট, মো. জাহাঙ্গীর আলম ঝুড়ি, মো. কুতুব উদ্দিন করাত, মো. ইসমাইল লাটিম, আনিসুর রহমান ঠেলাগাড়ি। এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাদরিল সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে।

৬নং ওয়ার্ডে আল মামুনুর রশীদ লাটিম, মজিবুর রহমান মন্ডল ঝুড়ি, মোহাম্মদ মিজানুর রহমান মিষ্টি কুমড়া, মো. মতিউর রহমান ঠেলাগাড়ি, মো. সিরাজুল ইসলাম ঘুড়ি ও রোকেয়া রহমান ব্যাটমিন্টন র‌্যাকেট পেয়েছে।

৭নং ওয়ার্ডে তৌহিদ কবির ঝুড়ি, মেহেদী হাসান ট্রাক্টার, মোহাম্মদ ফজলুল হক মিষ্টি কুমড়া, মো. মিজানুর রহমান রেডিও, মুশফিকুর রহমান ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. আলাউদ্দিন ভূইয়া কাঁটা চামচ, তানজীম কবির সজীব ঠেলাগাড়ি, মো. নুরুল আমিন দুলাল ঘুড়ি, মহসীন শেখ লাটিম, মো. সানোয়ার হোসেন এয়ারকন্ডিশনার, মো. সালাউদ্দিন করাত, সবুজ টিফিন ক্যারিয়ার।

৮নং ওয়ার্ডে তারক নাথ সাহা মিষ্টি কুমড়া, মেহেবুব হাসান ফারুকী টিফিন ক্যারিয়ার, মো. সেলোয়ার হোসেন খোকন ঘুড়ি, মো. মহসিন ভূইয়া লাটিম, মো. রুহুল আমিন করাত, মো. সাগর প্রধান ঠেলাগাড়ি, মো. সোহেল রানা ঝুড়ি ও সালাহ উদ্দিন আহম্মেদ ব্যাডমিন্টন র‌্যাকেট পেয়েছে।

৯নং ওয়ার্ডে ইস্রাফিল প্রধান করাত, বিল্লাল হোসেন মিষ্টি কুমড়া, মো. মাসুদুর রহমান ঠেলাগাড়ি, মো. রোকশত আলী ট্রাক্টার ও রোকশত আলী ঘুড়ি পেয়েছে।

১০নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. লিয়াকত আলী ঘুড়ি, সিরাজ খান ঝুড়ি পেয়েছে।

১১ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মুক্তি ব্যাডমিন্টন র‌্যাকেট, এবিএম সাইফুল হাসান ঠেলাগাড়ি, মো. অহিদুল ইসলাম ঝুড়ি, মো. মহসীন উল্যাহ লাটিম, মো. শাহাদাত হোসেন ঘুড়ি, সেলিম আহমেদ হেনা ট্রাক্টার পেয়েছে।

১২নং ওয়ার্ডে মো. শওকত হাসেম লাটিম, নাঈম হোসেন ঠেলাগাড়ি ও সেলিম খান ঘুড়ি পেয়েছে।

১৩ নং ওয়ার্ডে এসএম মোজাম্মেল হক মামুন লাটিম, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ঠেলাগাড়ি, মো. রবিন হোসেন ঘুড়ি, মো. লিটন ব্যাডমিন্টন র‌্যাকেট, মো. শায়েক রেজা এয়ারকন্ডিশনার, শাহ ফয়েজ উল্লাহ রেডিও পেয়েছে।

১৪ নং ওয়ার্ডে আলিফ হাবিব ব্যাডমিন্টন র‌্যাকেট, মনিরুজ্জামান মনির ঘুড়ি, মো. দীদার খন্দকার ঝুড়ি, মো. মাসুম আহম্মেদ ঠেলাগাড়ী ও মো. শফি উদ্দীন প্রধান লাটিম পেয়েছে।

১৫ নং ওয়ার্ডে অসিত বরণ বিশ্বাস ঝুড়ি, খোকন সাহা ব্যাডমিন্টন র‌্যাকেট, জিএম আরমান লাটিম, মো. মাকসুদ হোসেন রকি ঠেলাগাড়ি ও হোসেন মো. রাসেল ঘুড়ি পেয়েছে।

১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলু ঠেলাগাড়ি, সাইদুল ইসলাম মিষ্টি কুমড়া, সাবেক কাউন্সিলর ওয়ায়দুল্লাহর ভাতিজা রিয়াদ হাসান ঘুড়ি, হোসিয়ারি সমিতির পরিচালক কবির হোসেন ব্যাডমিন্টন র্যাকেট প্রতীক বরাদ্দ পেয়েছেন।

১৭ নম্বর ওয়ার্ডে মোস্তাক হোসেন লাটিম, অলিউদ্দিন ভুঁইয়া ব্যাডমিন্টন র্যাকেট, আব্দুল করিম বাবু ঘুড়ি, শেখ মোহাম্মদ হাছান আলী ঠেলাগাড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

১৮ নম্বর ওয়ার্ডে হান্নান মিয়া টিফিন ক্যারিয়ার, মকছুদুর রহমান জাবেদ ব্যাডমিন্টন র্যাকেট, বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসাইন ঠেলাগাড়ি, সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না ঘুড়ি, খলিলুর রহমান লাটিম, শাকিল হোসেন ঝুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

১৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন ঘুড়ি, বর্তমান কাউন্সিলর ফয়সাল মো. সাগর করাত, মোখলেছুর রহমান চৌধুরী লাটিম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম নবী মুরাদ লাটিম, জাহাঙ্গীর ঠেলাগাড়ি, শাহেনশাহ আহম্মেদ করাত, সহিদুল হাসান মৃধা ঘুড়ি, হাছান মাসুম মিয়া রেডিও প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২১ নম্বর ওয়ার্ডে আজিজুল হক লাটিম, নুর হোসেন ঠেলাগাড়ি, শাহীন মিয়া ঘুড়ি, বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার রেডিও, রমজান হোসেন কাঁটা চামচ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ ভুঁইয়া টিফিন ক্যারিয়ার, যুবলীগ নেতা মাসুদ খাঁন ওরফে খান মাসুদ ঘুড়ি, কাজী জহিরুল ইসলাম ঠেলাগাড়ি, শাহ আলম লাটিম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খাঁন (স্মৃতি) ঝুড়ি, মোহাম্মদ আব্দুল কুদ্দস রেডিও প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান লাটিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা ঠেলাগাড়ি ও হান্নান ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২৪ নম্বর ওয়ার্ডে উজ্জল হোসেন ব্যাডমিন্টন র্যাকেট, আমজাদ হোসেন ঠেলাগাড়ি, বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন ঘুড়ি, আশ্রাফুল ইসলাম এয়ার কন্ডিশনার, আব্দুস সাত্তার লাটিম, মোহাম্মদ খোকন ঝুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এনায়েত হোসেন ঠেলাগাড়ি, মোশারফ হোসেন ঘুড়ি, সাইদুর রহমান লিটন ব্যাডমিন্টন র্যাকেট, সামছুল আলম লাটিম, মোহাম্মদ বেলায়েত হোসেন টিফিন ক্যারিয়ার প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন টিফিন ক্যারিয়ার, ইলিয়াস করাত, বর্তমান কাউন্সিলর মো. সামসুজ্জোহা ঘুড়ি, মোজাম্মেল হক ঠেলাগাড়ি, মোহাম্মদ সুমন রহমান ব্যাডমিন্টন র্যাকেট, আকতার হোসেন ট্রাক্টর, আলী হোসেন লাটিম প্রতীক বরাদ্দ পেয়েছেন।

২৭ নম্বর ওয়ার্ডে ফারুক টিফিন ক্যারিয়ার, মো. ফারুক রেডিও, সিরাজুল ইসলাম লাটিম, আসাদুজ্জামান বাদল ঠেলাগাড়ি, আলমগীর মিয়া ঘুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রসঙ্গত : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন এবং হিজড়া ভোটার ৪জন। এরমধ্যে নতুন ভোটার বেড়েছে ৪২ জাজার ৪২৬ জন। এছাড়া এবার ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ১৮৭টি, বুথের সংখ্যা ১ হাজার ৩০১টি। এছাড়া অস্থায়ী বুথের সংখ্যা ৯৫টি। আগামী ১৬ জানুয়ারী নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort