সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাজুল ইসলাম নূরীর ২য় মৃত্যুবার্ষিকীতে শফি, মেহেদির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে এম্বুলেন্স-সিএনজি`র মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু সোনারগাঁয়ে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহিমের মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া ফতুল্লায় আওয়ামী দোসর শ্রমিকলীগ নেতা পলাশের সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ! বন্দরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বাংলাদেশে দুর্ভিক্ষের ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ : সাখাওয়াত ইংরেজি নববর্ষ প্রতিটি মানুষের জীবন হোক অনাবিল আনন্দের : আরজু শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মামুন মাহমুদ

১০ দফা মানতে সরকারকে বাধ্য করা হবে : এড. সাখাওয়াত

  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৪.১৬ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই স্বৈরাচারী হাসিনা সরকার আবারো একটি পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনার অধীনে বাংলাদেশের কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেয়া হবে না আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই প্রহসনের নির্বাচনকে প্রতিরোধ করবো এবং বিএনপির ঘোষিত দেশ রক্ষার ১০ দফা দাবি মানতে সরকারকে বাধ্য করবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির অন্তর্গত ২১ নং ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। রবিবার (৯ এপ্রিল) ২১ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, আগামী ঈদের পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে সারাদেশের প্রতিটি ইউনিট কমিটিকে শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশনা দেয়া হয়েছে।

সে নির্দেশনা মোতাবেক আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন প্রতিটি ইউনিট কমিটিতে সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছি যাতে করে আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।

এখানে কোনো ভাইয়ের লোক কোনো ব্যক্তির লোক প্রাধান্য পাবে না, যারা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের মাধ্যমে অনেকগুলো কমিটি গঠন করেছি। আজকে ২১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যারা নেতৃত্বে আসবেন তাদের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। সেই সাথে এই নতুন নেতৃত্ব রাজপথের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি ।

 

সম্মেলন শেষে সাহেব আলীকে সভাপতি, বাসেদ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি ও নুর আলম স্বপনকে সাধারণ সম্পাদক, মনোয়ার হোসেন মনাক্কাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিপলু মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ৫সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক মো. সাহেব আলী’র সভাপতিত্বে ও বন্দর থানা বিএনপি’র সদস্য নুর আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক আহ্বায়ক মনির হোসেন খান, কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, হাবিবুর রহমান দুলাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ, সদস্য সচিব নাজমুল হক রানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, মো. সেলিম, সোহেল খান বাবু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. নুরুল কাদের সোহাগ, সদস্য মো. শিপলু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort