সোনারগাঁও উপজেলায় নব নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্বোধন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ওই স্বাস্থ্য কমেপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য বিভাগ বিভাগীয় পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) লাইন ডাইরেক্টর ডা. রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদ এলাহী, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সহ সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, এসিষ্ট্যান্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ।