নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কলতাপাড়া(সামপুর)গ্রামের আব্দুল মালেক এর সন্ত্রাসী ছেলে আমিনুল ইসলাম ৩৫, আপন ভাইকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গতকাল ৪ জুলাই মঙ্গঁলবার দুপুর আনুমানিক ১২ টার সময় কাঠাল পাড়াকে কেন্দ্র করে মোঃ মাসুদকে লোহার রড দিয়া এলোপাতালি আগাত করলে মাটিতে লুটিয়ে পরলে মাসুদের আত্ম চিৎকার করেলে এলাকাবাসীরা ছুঁটে এসে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া প্রার্থমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে তার আত্নিয় ঢাকা মেডিকেলে নিয়া যায়!উক্ত ঘটনার বিষয় এলাকাবাসীরা তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন ছোট ভাই হয়ে বড় ভাইয়ের উপর এমন আগাত করাকে আমরা প্রতিবাদ করলে আমাদের মামলা হামলার ভয় দেখায়, এ বিষয় আহত মোঃ মাসুদ এর স্ত্রী বলেন আমরা এই বাড়িতে আসার পর হতেই আমাদের উপর প্রায় সময় অন্যায় অত্যাচার করে আসতেছে এলাকাবাসীরাও তাঁকে খুব ভয় পায়, আজ আমার শশুর কাঠাল পারতে আসলে আমার স্বামী বলেন কাঠাল সমান ভাবে দিবেন এই কথা বলার সাথে সাথে আমার শশুর আব্দুল মালেক বিষয়টি তাঁর সন্ত্রাসী ছেলে আমিনুলকে বললে আমার স্বামীকে একা পেয়ে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাতালি ভাবে আঘাত করে মাটিতে লুটে পরলে লোক জন এগিয়ে আসলে আমিনুল সহ তার সাথে থাকা লোক জন চলে যায়!
আমার স্বামীকে বিনা কারণে মার ধর করায় আমি তামান্না আক্তার নিজে বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি! উক্ত বিষয় আহত মাসুদ বলেন আজ সকালে আমার পিতা কাঠাল পারার জন্য আসে আমি কোন প্রকার বাধাঁ দেইনি সুধু বলছি সমান ভাবে দিবেন আর আমার পিতা আমার ছোট ভাই আমিনুলকে পাঠায় এবাং আমার উপরে হত্যার উদ্যেশে হামলা করে আমি সকল প্রকার প্রশাসনের কাছে একটি মাত্রই দাবি আমি ন্যায় বিচার চাই! এদিকে উভয়ের পিতা আব্দুল মালেক বলে ছেলেরা ছেলেরা মারা মারি করছে এখানর আমার করার কিছুই নেই! উক্ত হামলার বিষয় হামলাকারী আমিনুল বলেন আমি ইতি পূর্বে আদালতে মামলা করেছিলাম ঐ বাড়িতে কোন প্রকার ওয়াল দিতে পারবেনা তাঁর পরও ওয়াল দিয়াছিল আদালতের নির্দেশে প্রশাসন ওয়াল ভেংগেঁ দেয় এর পর টিন দিয়া ভেড়া দেয় তাই আমি ঐ ভেড়া ভেংগেঁ দিতে গেলে আমাকে মারতে আসলে আমি আগাত করি, এবং সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযো দায়ের করি! এ বিষয়টি আমাদের পারিবারিক আপনারা সাংবাদিকরা কোন প্রকার প্রচার করবেন না!
আগামী ১০ তারিখ আমার করা আদালতে মামলার শুনানী যেটা আদালত রায় দিবে সেটাই মেনে নিব! আপনারা কেনো আমাদের পারিবারিক বিষয় আসেন? আমি বলছি কোন প্রকার প্রচার করলে আপনাদের বিষয়ও ব্যবস্থা নিব!