নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল বাতেন, আবু সিদ্দিক, জুলহাস, শাহ আলম ও নাজমুল। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে নাজমুলকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ মার্চ) সকাল ৮টার দিকে জামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকায়।
এ ঘটনায় দুপুরে আহত শাহ আলমের ভাগিনা আজিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুল বাতেনের সঙ্গে একই গ্রামের আলী হোসেনের জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকাল ৮টার দিকে আলী হোসেনের নেতৃত্বে শফিকুল, আবদুল আজিজ, তালহাসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র চাকু, ছোরা, রামদা, হকস্টিক, লাঠিসোটা নিয়ে শাহ আলমের বাড়িতে প্রবেশ করে।
তারা দরজা, জানালা ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এক পর্যায়ে তাদের বাধা দিলে আব্দুল বাতেন, আবু সিদ্দিক, জুলহাস, শাহ আলম ও নাজমুলকে কুপিয়ে জখম করা হয়। পরে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
আহত শাহ আলম বলেন, ‘আলী হোসেন ও তার লোকজন আমাদের দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছেন। আজ (বুধবার) পরিকল্পিতভাবে বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে আমাদের কুপিয়ে আহত করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন, ‘জমি নিয়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের লোকজনও আহত হয়েছেন।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। ঘটনাটি তদন্ত করার জন্য তালতলা ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ পিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।