শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় জুস উৎপাদন করায় ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩.২২ এএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচলনা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) উপজেলায় পিরজপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেমিক্যাল মিশ্রিত ১৪ হাজার লিটার জুস ও ২০কেজি কেমিক্যাল ধ্বংস করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও র‌্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তর ‘ওয়েলকাম স্টার ফুড এন্ড বেভারেজ’কে অবৈধ প্রক্রিয়ায় জুস উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন ব্যাবহার ও অনুমোদনহীন কেমিক্যাল মিশ্রন করার অপরাধে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৪৪ ধারায় ৫০ হাজার টাকা, ৪২ ধারায় ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার ও র‌্যাব-১১ উর্ধতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort