রুদ্রবার্তা২৪.নেট: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর, শম্ভুপুরা, বারদী, নোয়াগাঁও, জামপুর, সাদিপুর, সনমান্দি, কাঁচপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।