শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব: তাজুল ইসলাম শামীমকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালক ও শ্রমিকরা ধর্ম-বর্ণ-মতের ঊর্ধ্বে আমরা সবাই একই পরিবারের সদস্য : ড. ইউনূস আইনজীবী আলিফ হত্যা: ‘বটি’ হাতে হামলায় অংশ নেয়া রিপন গ্রেফতার বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত-স্বরাষ্ট্র উপদেষ্টা সোনারগাঁয়ে কভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত রূপগঞ্জে স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গুঁড়িয়ে দেয়া হলো ফতুল্লার সেই চুন কারখানা পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করল আসাম বয়স ধরে রাখার ৭ উপায়

সিলেট মহানগর বিএনপির সম্মেলন শুক্রবার, যাচ্ছেন ফখরুল

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩.৫১ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত বছর পর আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে হচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন। নগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ জানুয়ারি। নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধন করা হবে। চলবে জুমার নামাজের আগ পর্যন্ত। বাদ জুমা শুরু হবে কাউন্সিল।

তিনটি পদেই একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটে নেতা নির্বাচন করা হবে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সিলেট সিটি করপোরেশন সম্প্রসারিত হওয়ায় মহানগর বিস্তৃত হয়েছে ৪২টি ওয়ার্ডে। মহানগর বিএনপির সম্মেলনে কাউন্সিলর থাকছেন পুরনো ২৭টি ওয়ার্ডের।

মহানগর বিএনপির সদস্য সচিব শিফতাহ সিদ্দিকী জানান, প্রতিটি ওয়ার্ডে ৭১ জন কাউন্সিলর থাকবেন। সবমিলিয়ে মিলিয়ে ১ হাজার ৯১৭ জন কাউন্সিলর নির্বাচিত করবেন সিলেট মহানগর বিএনপির আগামী নেতৃত্ব। নির্বাচন সম্পন্নের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম ফয়েজ উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হচ্ছেন বদরুল হক চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেল। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর তালিকা চূড়ান্ত করেছেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী থাকলেও মূল লড়াইয়ে আছেন দুইজন। সব মিলিয়ে নগর বিএনপির আজকের সম্মেলনে শীর্ষ তিনটি পদেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে কাউন্সিলররা মনে করছেন। যদিও সম্মেলনের তারিখ ঘোষণার পর এ তিনটি পদে প্রার্থীতা ঘোষণার হিড়িক পরেছিল। সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে সাতজন ও সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী হওয়ার দৌঁড়ে ছিলেন। নগর বিএনপির সভাপতি পদে ভোটযুদ্ধে আছেন সাবেক সভাপতি নাসিম হোসাইন এবং আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী ও সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- রেজাউল করিম নাচন, সৈয়দ সাফেক মাহবুব, আবদুল্লাহ শফি সায়ীদ সাহেদ ও মোস্তফা কামাল ফরহাদ। তবে প্রথম দুইজনের মধ্যেই শেষ লড়াই হচ্ছে বলে জানা গেছে।

১৫ দিনব্যাপী প্রচারণায় প্রার্থীরা নিজের পক্ষে সমর্তন আদায়ে ছুটেন কাউন্সিলরদের দ্বারে দ্বারে। নগরজুড়ে ঝুলছে তাদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। কদর বেড়েছে তৃণমূল নেতাকর্মীদের। আর কয়েক মাস পরেই সিলেট সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না তা নিশ্চিত নয়। তারপরও নগর বিএনপির সম্মেলনের প্রচারণায় বিষয়টি থাকছে আলোচনায়। ফলে কাউন্সিলররা ভেবেচিন্তেই নির্বাচন করবেন আগামী নেতৃত্ব।

এদিকে, নগর বিএনপির সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয় মহানগর বিএনপির নেতৃত্বে আসতে সম্মেলনে তিন পদে লড়ছেন আটজন প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী। তিনি বলেন, বিএনপি সব সময়ই গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী। তাই দায়িত্ব পেয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি উপহার দিয়েছি। আমরা কখনো কমিটি চাপিয়ে দিইনি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার দ্বিবার্ষিক কাউন্সিলের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএমএ জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী নজিবুর রহমান নজিব, মঈনউদ্দিন সুহেল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল কাদির শাহী ও মহবুব চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ৯টায়, চলবে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলবে ভোটগ্রহণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort