ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সংস্থাটির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।
সিদ্ধিরগঞ্জের শিমরাইলের চিটাগাং রোড এর দূরন্ত বাসস্ট্যান্ড সংলগ্ন অভিযান পরিচালনা করে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার কোতয়ালীর মৃত মহিম আলীর ছেলে মাইনুদ্দিন (৩১) ও একই এলাকার মো. আওয়াল মিয়ার ছেলে মোঃ আকিব (১৯)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাং রোডের দূরন্ত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।