শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার ছাত্র প্রতিনিধি বললেন, ১০ লাখ টাকার এক পয়সাও কম হবে না পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে শহরে অভিযান সিদ্ধিরগঞ্জে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে পিঠা ব্যবসায়ী শাকিলার অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, মানববন্ধন প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ৪০ হাজার স্বেচ্ছাসেবী সদস্যের পরিবার বন্দর উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ভিন্নমত প্রকাশকে ‘নিরাপত্তা হুমকি’ দেখত হাসিনার সরকার সব ছেড়ে আধ্যাত্মিকতায় মন দিলেন জ্যাকুলিন!

সব নারী সাধু না : রিচা চাড্ডা

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.১২ এএম
  • ১০১ বার পড়া হয়েছে

বলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিতি রয়েছে রিচা চাড্ডার। ব্যক্তিজীবনে একাধিকবার নারীবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি আরও একবার নারীদের নিয়ে মন্তব্য করতে দেখা গেল তাকে।
গেল সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাতণ্ডকর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।

সেই কথার সূত্র ধরেই রিচার কাছে নারীদের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নিউজ১৮-কে তিনি বলেন, ‘যদি কোনও নারী ক্ষতিকর হয়, মনোযোগ পাওয়ার জন্য সবাইকে অহেতুক অপদস্থ করে, তাহলে তার বিজয় মোটেও আমার বিজয় না। সকলের অগ্রগতিকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সেটা কি সবসময় ঘটে? না।’

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে রিচা বলেন, ‘সব নারী সাধু, এটা আমি মনে করি না। আমি এমন কিছু নারী প্রযোজক পেয়েছি, যারা আমাকে চেকের মাধ্যমে পারিশ্রমিক দিয়েছে, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেছে! অথচ তারা সোশ্যাল মিডিয়ায় নারীবাদী সাজার ভান করে!’

শুধু তাই নয়, নারী হয়ে নারীর ক্ষতি চাওয়া সহশিল্পীও দেখেছেন রিচা। তার ভাষ্য, ‘আমি কিছু টক্সিক সহ-শিল্পী পেয়েছি, যারা শুটিংয়ে আমার সঙ্গে নানাভাবে বৈষম্য করেছে। সিস্টারহুড অবশ্যই আছে। যখন এটা আপনি নিজে গড়ে তোলেন, সাজিয়ে নেন এবং এর যত্ন নেন, তখন এটা সত্য। কিন্তু এটা তো একা একা গড়ে তোলা সম্ভব না।’

রিচা চাড্ডা বর্তমানে আলোচনায় রয়েছেন ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র সুবাদে। যেখানে বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort