শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ : খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৪.৪৬ এএম
  • ৪২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ৫ লাখ ৩৫ হাজার মেট্রিকটন খাদ্য উৎপন্নতায় ৮টি সাইলো রাইস সাইলো নির্মান করছে। তার মধ্যে ৪৮ হাজার ক্ষমতা সম্পর্ন একটি সাইলো নারায়ণগঞ্জে আজ ভিত্তিপ্রস্তর করা হবে। প্রিমিক্স কার্নেল অর্থাৎ পুষ্টি চাল ৬ প্রকারে ভিটামিন সম্পৃক্ত।

এ ভিটামিন ভিটুয়েল, জিংক, ফলিক এসিড, ইত্যাদীসহ ৬টি গুনী সম্পর্ন ৬টি প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরী স্থাপন করা হবে। তারেই ভিত্তিপ্রস্তর আজ আমরা দিব। ১৪ নভেম্বর রোববার বেলা ১২টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডসন্থ বন্দর সিএসডি ক্যাম্পাসে রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মান কাজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মুজিবি ও বাংলাদেশের রজতজয়ন্তী শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, আমি গভীর শ্রদ্ধা মনে সম্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুকে শেখ। যার জন্ম না হলে বাংলাদেশটি স্বাধীন হত না। আর বাংলাদেশ স্বাধীন না হলে আমি সাধন মজুমদার মন্ত্রী হয়ে নারায়ণগঞ্জেও আসতে পারতাম না।

র‌্যাবের সিও সাহেব বলেন আর ডিসি সাহেব বলেন আর অতিরিক্ত পুলিশ সুপার সাহেবও বলেন তারও এ জায়গায় আসতে পারত না। এখানে আসত করাচি, না হয় বেলুচি না হয় সিন্ধির লোকজন। তাই আমি শ্রদ্ধ ভরে স্মরণ করছি সেই শ্রদ্ধায় পিতা বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে।

আমি শ্রদ্ধ ভরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধে ৩০ লাখ শহীদ ২ লক্ষ মা বোন এবং ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ বঙ্গমাতাসহ শিশু পুত্র রাসেলসহ যে ১৮ জন সদস্যসহ শহীদ হয়েেেছ তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

জাতীয় ৪ নেতা জেলাখানায় শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কোভিড ১৯ আমাদের নেতৃবৃন্দ ও অপমার জনসাধারন যারা মৃত্যু বরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দিয়ে ছিলেন তুমি কে আমি কে বাঙ্গালী বাঙ্গালী। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাপিয়ে পর। আমরা অপমার জনসাধারন তার ডাকে যুদ্ধে ঝাপিয়ে পরেছি। মুক্তিযোদ্ধে যখন গিয়েছি তখন চিন্তাই করি নাই। জীবন নিয়ে ফিরে আসব মায়ের কোলে।

যারা যুদ্ধে অংশ গ্রহন করেছে তারা কখনোই চিন্তা করেনি তারা যুদ্ধে কি বাঁচবে না মরবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু এ দেশকে গড়তে চেয়েছিলেন। তিনি বলেছিন আমার জনগন আসুক। আনন্দ করোক পেট ভরে ভাত খাক। সুন্দর সোনার বাংলা গড়ে উঠক। এইটা বঙ্গবন্ধুর স্বপ্ন।

কিন্তু ১৯৭৫ সালে ১৫ আগষ্ট যখন তিনি অল্প সময়ে দেশকে পূনগঠিত করার চেষ্টা করে একটি পর্যায়ে নিয়ে গেছেন তখনই স্বাধীনতা বিরোধী শত্রুরা দেশে বিদেশে আন্তজার্তিক শত্রুরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শুধু জাতির পিতাকে হত্যা করে ক্ষান্ত হয় নাই তার সামনে তার পুত্র সন্তানদের হত্যা করেছে। যেন আওয়ামীলীগ আর যাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে। আওয়ামীলীগ আর যেন ক্ষমতায় না যায়।

বাংলাদেশ যাতে আর বাংলাদেশ না থাকে। বাংলাদেশ যাতে আবারও পাকিস্তানে রুপান্তরিত হয়। এইটা ছিল তাদের উদ্দেশ্যে। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা তা বিদেশে থাকার কারনে বেঁচে গেছেন।

তারা সে চিন্তাই করেনি শেখ হাসিনা দেশে ফিরে এসে সে হাল ধরে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বে তারা এইটা চিন্তা করেনি। যখন চিন্তা করেছে তখন তাকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। ২১ বার তাকে হত্যার করা চেষ্টা করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে গেছেন তলা বিহীন ঝুড়ি থেকে। বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করেছেন। এবং তৈরি করে যাচ্ছেন। মধ্যাম আয়ের দেশ থেকে ৪১ সালের মধ্যে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়বেন এ প্রত্যায় নিয়ে কাজ করছেন।

তারেই ফলসরুপ রাস্তা ঘাট শুধু নির্মান নয় ঘরে ঘরে বিদুৎত শুধু নয় মানুষের ক্ষুদামুক্ত দেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ। এ ক্ষুদা নিরুদ্দেশ করতে গেলে আমাদেরকে খাদ্যের মজুদ বাড়াতে হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারে পাট ও বস্ত্র মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আলহাজ¦ একেএম শামীম ওসমান ও খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort