রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শামীম ওসমান-আইভী অনুপ্রবেশকারী নয় : নির্মল রঞ্জন

  • আপডেট সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪.০৯ এএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিলো। আর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যাকে তিনি নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমরা সবাই তার হয়ে কাজ করে তাকে জয়যুক্ত করবো।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নৌকার প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যারা আওয়ামী লীগ করি সবাইকে ধর্মীয় বিশ্বাসের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে হবে। তিনি যা বলবেন সেটাই করতে হবে। শামীম ওসমান, সেলিনা হায়াৎ আইভী কে ? তারা আমাদের দলেরই মানুষ, তারা অনুপ্রবেশকারী নয়। তারা দলের কোন ক্ষতি করবে না, ক্ষতি তারা করবে যারা বাইরে থেকে এসে দলে প্রবেশ করেছে।

 

তিনি বলেন, মনে রাখতে হবে যদি কেউ দলীয় প্রতীক নিয়ে জয় লাভ করে তাহলে অবশ্যই তাকে জনগণের সেবা করার পাশাপাশি দলের নেতাকর্মীদেরকেও ভালোবাসতে হবে এবং তাদের জন্যে কাজ করতে হবে। মনে রাখবেন ১০টা ভালো কাজ করে একটা খারাপ কাজ করলে সেই ভালো কাজগুলো ভেস্তে যায়। যদি কোন নেতাকর্মী মুখে এক কথা বলে অন্য কাজ করে এবং এর প্রমান যদি পাওয়া যায় তাহলে তাকে বহিষ্কার করা হবে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দলের জন্য কাজ করে না, দেশের জন্য কাজ করে। আমার প্রতিপক্ষ তারা যারা ক্ষমতায় থাকাকালীন আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। অতীতের কথা ভলে যান। সকল ক্ষোভ, দুখ-কষ্ট সবকিছু ভুলে গিয়ে আগামী ১৬ জানুয়ারী নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর জয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন।

প্রধান আলোচকের বক্তব্যে সাধারণ সম্পাদক আফজালুর রহান বাবু বলেন, কারো কান্না, ক্ষোভ, দুঃখ-কষ্ট শোনার সময় এখন নেই। এ ব্যাপারে যদি কোন ব্যাখ্যা দেন তাহলে দলে থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন সেটাই হলো আওয়ামী লীগের আইন, আর এই আইন যদি কেউ মানতে না পারেন তাহলে হেটে চলে যান। বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছে আর তার কন্যা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে। তিনি দৈনিক ১৮ ঘন্টা কাজ করেন। যদি ক্ষোভ, দুঃখ-কষ্ট থেকে থাকে তাহলে সেগুলো নিয়ে ১৬ জানুয়ারীর নির্বাচনের পর কথা হবে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাচ্চু, কাজি শহিদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আ.ফ.ম মাহাবুব হাসান, মেহেদী হাসান মোল্লা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম সজল, রফিকুল ইসলাম জয়, আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাইজুল ইসলাম পিন্টু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort