শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

ভোলাবতে আনারসের ক্যাম্পে হামলার অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৪.৪৪ এএম
  • ৪১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটুর সমর্থকদের বিরুদ্ধে হামলা চালিয়ে নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১ নভেম্বর) মধ্য রাতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাইস্কা এলাকায় এই ঘটনা ঘটে। বহিরাগতদের দিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তায়েবুর রহমান এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর।

এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। হামলার ঘটনায় মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন টিটু। তিনি অভিযোগ করে বলেন, ‘আমি বিশ^াস করি ভোলাব ইউনিয়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো। তবে আমার প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রতিদিনই হোন্ডা শোডাউন ও নির্বাচনী ক্যাম্পে হামলা করে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করছে। এতে করে ১১ নভেম্বর নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সাধারণ মানুষের মাঝে শঙ্কা রয়েছে। এছাড়া এ ইউনিয়নে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব ব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

আলমগীর হোসেনের অভিযোগ, আলমগীর হোসেন টিটুর ৭ নম্বর ওয়ার্ডের পাইস্কা এলাকায় একটি ক্যাম্প রয়েছে। ওই ক্যাম্পে রাত ১২টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক চারিতালুক গ্রামের নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম ও রুহুল আমিনের ছেলে আবুল বাশারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় ও ধারালো অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় ক্যাম্পে থাকা একটি টেলিভিশন লুটে নেয়। এক পর্যায়ে প্রায় দুই শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। ক্যাম্পে থাকা পোস্টার ছিঁড়ে ফেলে। মানসুর নামের এক সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এছাড়া মোটরসাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান বলেন, ‘নির্বাচনকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করতে তারা নিজেরাই একটি পক্ষ দিয়ে এমন কাজ করাচ্ছে।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort