রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১২:২৬ অপরাহ্ন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হলেন নিয়াজুল

  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.১২ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অধীনে নাসিকের ১১ ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের খানপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বার একাডেমি স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১১ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে কারও নাম ঘোষণা হয়নি। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জসিম উদ্দিন।
অপরদিকে ১২ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে সভাপতি মনোনীত হয়েছেন সাবেক যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান। সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম।
নিয়াজুল ইসলাম খান বিগত বিএনপি সরকারের আমলে একজন নির্যাতিত নেতা। ১৯৯৫ সালে বিএনপির সন্ত্রাসীদের গুলিতে নিয়াজুল গুরুতর আহত হয়েছিলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নিয়াজুল বিএনপি সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার একজন নেতা। ৯৫ সালে বিএনপির সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে গুলি করে এবং মৃত ভেবে ফেলে যায়।
২০০০ সালে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে কালো পতাকা প্রদর্শনের অভিযোগে নিয়াজুলের বড় ভাই নজরুল ইসলাম খান সুইটকে ২০০৪ সালে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। নিয়াজুল সেই নির্যাতিত পরিবারের সন্তান। আমরা মনে করি আমরা ১২ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব একজন যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পেরেছি। কিন্তু একটি পক্ষ নিয়াজুলের নামে কুৎসা রটাচ্ছে। দুঃখের বিষয় এই নিয়াজুলরাই সেদিন আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী
বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com