শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৪১ জন

  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪.১৭ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে ২৭ ও সাধারণ সদস্য পদে ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এনিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাড়ালো ১৪১জন।

 

চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লুৎফর রহমান স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী পরেশ চন্দ্র দাস, আলী আজম, কাজী দেলোয়ার হোসেন, মো. মহসিন মিয়া ও মোহাম্মদ রিপন।

অন্যদিকে ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদের ১০৭ প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ড থেকে ১১জন, ২নং ওয়ার্ড থেকে ১০ জন, ৩নং ওয়ার্ড থেকে ১৪জন, ৪নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৫নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৬নং ওয়ার্ড থেকে ১৩ জন, ৭নং ওয়ার্ড থেকে ১১ জন, ৮ নং ওয়ার্ড থেকে ১০জন এবং ৯ নং ওয়ার্ড থেকে ১২ জন মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত নারী সদস্য পদের ২৭ প্রার্থীর মধ্যে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে ৭ জন, ৩,৪ ও ৫নং ওয়ার্ড থেকে ১২ জন এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো।

 

২৯ নভেম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort