ফতুল্লায় প্রাণ কোম্পানির এসআর শাকিলকে (৩০) কুপিয়ে টাকা, মোবাইল ছিনিয়ে নিয়েছে ফতুল্লা পুলিশের অস্ত্র চুরি মামলার আসামী ডাকাত আজমীর বাহিনী। রোববার রাতে ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাকিল ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহতের মা বাদী হয়ে সোমবার রাতে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত শাকিলের মা নিলুফা ইয়াসমিন জানায়, আমার ছেলে শাকিল প্রাণ কোম্পানি এসআর হিসেবে কাজ করে। রোববার রাত ১০টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে দাপা এলাকার চিহ্নিত অপরাধী ডাকাত আজমীর, রতন, মিলন, পারভেজ,কমল অস্ত্রের মুখে জিম্মী টাকা দাবী করে।
এসময় আমার ছেলে টাকা দিতে অস্বীকার করলে আমার ছেলে বুকে,পিঠে,হাতে কুপিয়ে সঙ্গে থাকা ৭৩ হাজার টাকা, মোবাইল নিয়ে যায়।
এসময় শাকিলের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা এসে মূমর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে খানপুর, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, ডাকাত আজমীর ফতুল্লা পুলিশের অস্ত্র মামলাসহ ডাকাতি, চাঁদাবাজীসহ প্রায় ডজন মামলার আসামী।