বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

পুলিশি বাধা উপেক্ষা করে নয়া পল্টনের সমাবেশে মহানগর বিএনপির যোগদান

  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৩.২৮ এএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

 

পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার অভিযোগে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়া পল্টনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদান করে মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১ টায় কমলাপুর রেলষ্ট্যাশন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নয়া পল্টন বিক্ষোভ সমাবেশে যোগদান করে।

এর আগে সকাল ১০ টায় মহানগরের আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ রেল ষ্ট্যাশনের জড়ো হতে শুরু করে। পরে দুপুর ১২ টায় রেলযোগে ঢাকা কমলাপুর রেলষ্ট্যাশনে পৌছানোর পর পুলিশ তাদের বাধা প্রদান করে। এ সময় দলীয় নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষ করে সরকার বিরোধী শ্লোগান দিয়ে প্রধান সড়কে নেমে পড়েন।

এদিকে, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীরা বিভিন্ন ভাবে ঢাকা পৌছে মূল ব্যানারের জন্য অপেক্ষা করেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দদের সাথে অংশগ্রহন করে নয়া পল্টনের বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort