মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৫ অপরাহ্ন

জীবনে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তৃতীয় লিঙ্গের দুই ভোটার

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৯.৩৯ এএম
  • ২৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের দুই ভোটার। রোববার সকাল ৯টার দিকে ভোট দেন এ দুই ভোটার। তারা হলেন- তারা হলেন- সন্ধ্যা ও রুবিনা।

তারা দুজনই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করবো কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা দুজনই পছন্দের পার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু নাইম মৃধা বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩৩ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ২৭৮, নারী ভোটার ১৬ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।

রোববার সকাল থেকে নারায়াণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এতে নৌকা প্রতীকের সেলিনা হায়াত আইভীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন হাতি মার্কার তৈমূর আলম খন্দকার। দুজনই ভোট দিয়ে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com