২ মার্চ রবিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর এলাকায় নাসিক ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রেস মালিক সমিতির সক্রিয় সদস্য, সদালাপী মো. জসিম উদ্দিন মিথ্যা, বানোয়াট মামলায় গ্রেফতার হওয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন করেন শান্তিনগর এলাকাবাসী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড শ্রমিক দল।
মানববন্ধনে বক্তারা বলেন, মো. জসিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রেস মালিক সমিতির একজন সক্রিয় সদস্য। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি মিথ্যা মামলার আসামী করা হয়। সেই মিথ্যে মামলায় গত ২৬ ফেব্রুয়ারী র্যাব তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আমরা বলতে চাই সে এখন বৈষম্যের শিকার। প্রতিহিংসা বশত হয়ে তাকে কেউ এ মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। তিনি বহুদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করে আসছেন। সুনামের সাথে সবার সঙ্গে সম্পর্ক রেখে প্রেস (ছাপাখানা) এর ব্যবসা করে আসছে। তাহাকে হয়রানি ও মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন একটি মামলা দিয়ে শত্রুতা বসত কেউ গ্রেফতার করিয়েছেন। আমরা শান্তিনগর এলাকাবাসী মো. জসিম উদ্দিন এর দ্রুত মুক্তি চাই এবং হয়রানি মূলক মিথ্যে মামলা থেকে অব্যহতি চাই। প্রশাসনের নিকট জোড় দাবী জানাই তদন্ত করে দেখুক সে এ মামলায় জরিত আছে কিনা। না হলে অনতিবিলম্বে সসম্মানের সাথে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।