বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চোরের ভয়ে পুলিশের মোটরসাইকেলে হ্যান্ডকাপ! ভোটের আগের রাতে ‘টাকা বিলাতে’ গিয়ে লাঞ্ছিত প্রার্থীর শ্বশুর ইসরায়েলে বোমা পাঠানো বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পিএসজিকে কাঁদিয়ে ফাইনালে ডর্টমুন্ড জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লীতে তিতাসের আংশিক অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে পাওয়ার গার্ডেন সিটি সোসাইটি দখলের চেষ্টা, থানায় অভিযোগ রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ সোনারগাঁ উপজেলার অফিস সহকারী আবুল কালাম আজাদ মারা গেছেন

চলতি সপ্তাহে আবারও ধারাবাহিক বৈঠক করবে বিএনপি

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৮ এএম
  • ৪১৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মপন্থা নির্ধারণ করতে আবারও ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দ্বিতীয় দফায় দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাতের এ বৈঠকে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনের ধারাবাহিক বৈঠকে অংশ নেওয়া নেতাদের মতামতগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এই নেতা আরও বলেন, আগের বৈঠকের ধারাবাহিকতা আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর), বুধবার ও বৃহস্পতিবার আবারও তিন দিনের ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। এই ক্ষেত্রে প্রথম দুই দিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এবং তৃতীয় দিন বিএনপির সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম দফার মতো এবারও বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা বৈঠকে অংশ নেবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, শনিবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে রোববার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর প্রথম দিন দলের ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য, ১৫ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করে বিএনপি। আর শেষদিন ১৬ সেপ্টেম্বর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক হয়।

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, গত তিনটি ধারাবাহিক বৈঠকে ২৮৬ জন নেতা অংশ নেয়। এরমধ্যে ১১৮ জন নেতা তাদের মতামত দেন।

১৫ সেপ্টেম্বর প্রথম দফার ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিন শেষে মির্জা ফখরুল বলেছিলেন, দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলো শেষ হলে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবীদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত ৫০২ সদস্যের বিএনপির নির্বাহী কমিটি হয়। আর ৭৪ সদস্য বিশিষ্ট চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ গঠন হয়। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় কমিটির নেতা মারা যান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম সিরিজ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort