শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

গোগনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার রাস্তাটির বেহাল দশা, দেখার নেই কেউ

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ১১.২১ পিএম
  • ৫৬৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্টঃ নারায়নগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়ন পরিষদের চর সৈয়দপুর ৯ নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লার ৬০০ ফুট পাকা রাস্তার বেহাল দশা, জলা বদ্ধতা ভাংগাচুড়া ও খানা খদ্দর দেখার কেউ নেই। সরজমিনে দেখা যায় সুরুজ মেম্বার বাড়ি থেকে প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরির সীমানা পর্যন্ত প্রায় ৬০০ ফুট পাকা রাস্তা। এই রাস্তাটি দীর্ঘদিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনসাধারণেরও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি ডুবে হাটু পানি জমে যায়। সবচেয়ে বেশি যাতায়াতে মহিলাদের কষ্ট হয়। এছাড়াও সৈয়দপুরের বড় মসজিদে নামাজে যাতায়াতের জন্য মুসল্লিরা নামাজ পড়তে যেতে পারে না। তাই এলাকার সাধারন মানুষ এই প্রতিনিধিকে জানান, গোগনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন সওদাগরকে এই রাস্তার বিষয়ে একাধিকবার বল্লেও তিনি আমাদের কথায় কর্ণপাত করেন নি। আমরা চাই, এই রাস্তাটি দ্রুত সংস্কারসহ জলাবদ্ধতা দূর করা হোক। তারা জানান, এই এলাকায় প্রায় এক লক্ষ লোকের বসবাস এবং ৯ নং ওয়ার্ডে ৬ হাজার ভোটার রয়েছে। এই রাস্তা দিয়ে এলাকার লোকজন সহ প্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক, কর্মচারীরা ও মদনগঞ্জ ঘাট দিয়ে পারাপার রত শত শত লোক যাতায়াত করে থাকে।

যাতায়াতের সময় অনেক মানুষকেই স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের গালাগাল করতে শোনা যায়। সাধারন মানুষের চলাচলের কষ্ট দেখে সৈয়দপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক সাবেক মেম্বার নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি দৌলত হোসেনের নির্দেশনায় তার সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যুবলীগ নেতা কাশেম সম্রাটের উদ্যোগে নিজ অর্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে উক্ত রাস্তাটি মেরামত করার জন্য বালুর বস্তা ও রাবিসের বস্তা দিয়ে উচু করে মানুষের যাতায়াতের উপযোগী করে দিয়েছেন। কাশেম সম্রাটের মহৎ কাজের জন্য এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন। পরিশেষে এলাকাবাসীর উদ্দেশ্যে কাশেম সম্রাট বলেন, আপনারা আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে ভোট দিবেন সে যেনো নিতে না আসে শুধু দিতে আসে তাকেই আপনারা ভোট দিবেন। এবং যাদের সিএস আছে তাকেই এবার ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন- জালাল মাদবর, রানা আহমেদ, চাঁনবাদশা মাদবর, ফয়সাল মাদবর, শাহ পরান মাদবর, বিল্লাল মাদবর, আমজাদ মাদবর, বিজয় মাদবর, সালাউদ্দীন মাদবর, রতন শাহী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort