রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আমরা কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশি: আসিফ নজরুল শিমরাইল দক্ষিণপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন জেলা জিসাস সভাপতি আবদুল মজিদ প্রান্তিক কে ফতুল্লা থানা জিসাস এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের স্মরনে আহতদের সুস্থতা কামনায় বন্দর থানা বি এন পি র উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি আমরা মোহামেডান নাসিক ৮নং ওয়ার্ড আয়োজিত ডিগবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত পরিবার নিয়ে ঢাকার সব মন্দিরে ঘুরবেন মিম লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

ক্ষোভ ও সমালোচনার মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.৪৪ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানা কম্পাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।

এদিকে এ অনুষ্ঠান নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনুষ্ঠানে একমাত্র সংরক্ষিত এক নারী কাউন্সিলর ছাড়া অন্য কোনো জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃত্বস্থানীয় শীর্ষ কোন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এদিকে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে নানা মতভেদ।

এরআগে ওপেন হাউজডেতে স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদের অনুষ্ঠানে পূর্বে অবগত করাসহ আমন্ত্রন করা হতো। বর্তমানে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এ প্রথাটি বন্ধ হয়ে গেছে বলে অনেকেই জানান।

শুধুমাত্র থানা পুলিশের ইচ্ছেনুসারে গুটি কয়েক ব্যক্তিকে অবগত করা হয় এবং কিছু রাজনৈতিক নেতাদের আমন্ত্রন করা হয়। ওই নেতাদের কর্মীরা থানায় মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। ফলে ওপেন হাউজডেতে থানার এলাকার সার্বিক বিষয়ের মতামত উপেক্ষিতই থাকে।

এতে থানার এলাকার আইনশৃংখলার অবনতিসহ অপরাধ কর্মকান্ড বেড়েই চলছে। এসব প্রতিরোধে সার্বজনীন কোনে মতামত ও প্রভাব পড়ছেনা। সমাজে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসছেনা কেউ, সচেতন ও হচ্ছেনা এলাকাবাসী।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের সামনেই স্থানীয় এলাকাবাসী কাউন্সিলরদের অনুপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা শুরু করেন। অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেন স্থানীয় কাউন্সিলরদের ছত্রছায়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। তারা সবই জানেন কাদের কাদের ছেলে কিশোর গ্যাংয়ের সাথে জাড়িত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত নাসিক ৭ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আমাদের এলাকায় কিশোরগ্যাং, মাদকের ছড়াছড়ি পুলিশ কাজ করলেও জনপ্রতিনিধিদের নেই কোন খেয়াল।

এদিকে নাসিক ৬ নং ওয়ার্ডের এক বাসিন্দা পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, এতো বড় একটি ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের একজন সংরক্ষিত নারী কাউন্সিলর ছাড়া অন্য কোনো কাউন্সিলরের উপস্থিতি নেই। তারা এতোটাই ব্যস্ত যে একটু সময় পায় না অনুষ্ঠানে উপস্থিত হওয়ার।

ক্ষোভ প্রকাশ করে দৈনিক সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু বলেন, প্রতিমাসে থানা আয়োজিত ওপেন হাউজ ডে পালন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সিদ্ধিরগঞ্জ থানায় ১০ টি ওয়ার্ড রয়েছে। এখানে ১০ জন পুরুষ কাউন্সিলর রয়েছে।

আমি কখনোই দেখিনি ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ১০ জন কাউন্সিলর একসাথে উপস্থিত ছিলেন। আজকেও একজন পুরুষ কাউন্সিলর উপস্থিত নেই শুধু একজন নারী সংরক্ষিত কাউন্সিলর ছাড়া।

আমি মনে করি কিশোর গ্যাং মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে অবশ্যই পুলিশের সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের একসাথে কাজ করতে হবে। তাহলেই মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংমুক্ত সুন্দর একটি সামাজিক পরিবেশ গড়া তুলা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, আমরা আপনাদের মতামত শুনেছি, আপনাদের কথা গুলো মাথায় রেখেই আমরা কাজ করবো। তবে অনেকেই মুখে মুখে অনেক কিছু বলেন কাজের সময় তাদেরকে পাওয়া যায় না।

সিদ্ধিরগঞ্জে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন ইভটিজিং হবে না, কোন চাঁদাবাজি হবে না। কেউ চাঁদা দাবী করলে থানার ওসিকে জানাবেন প্রয়োজনে আমাকে জানাবেন। চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। আপনারা পুলিশকে সহযোগীতা করলে সিদ্ধিরগঞ্জ অপরাধ মুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort