৩০ মার্চ বৃহস্পতিবার কোভিড-১৯ বিষয়ক সরকারের বিভিন্ন নীতিমালা ও নির্দেশিকা প্র্যাকটিস ও চর্চা বিষয়ক আলোচনা সেমিনার বন্দর উপজেলা মিনারবাড়ি শাখা ব্র্যাক’র আয়োজনে বন্দর উপজেলা সভা কক্ষে বেলা ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ব্রাক সমন্বয়কারী ইকরাম হোসেন ভূঁইয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা এ অনুষ্ঠানটির সভাপতিত্ব ও উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদ সোমা।
বক্তাগণ বলেন, ব্র্যাক’র প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবিদ, এটা প্রতিষ্ঠার পর থেকেই সকল সেবামূলক কাজ করে যাচ্ছে, আমাদের এই সেবামূলক কাজের ৯ টা প্রকল্পের কাজ এখনো চলছে। চলমান কোভিড-১৯ এ আমরা ১ হাজার ৬ শত কোভিড টেস্ট করি এর মধ্যে মাত্র ৬ জন করোনা পজিটিভ রোগী আমরা পেয়েছি। শুধু আমাদের দেশের মানুষের সতর্কতার জন্যে এবং সাবধান থাকার জন্যে, আমরা এই কোভিডকে মোকাবেলা করতে পেরেছি।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বন্দর উপজেলায় আমরা ১০০% কোভিড-১৯ টিকায় সফল বলে দাবি করতে পারি। তবে এখনো অনেকে ফুল ডোজ (বুষ্টার ডোজ) গ্রহণ করেননি। কোভিড মোকাবেলায় টিকা নেওয়া অত্যন্ত জরুরি, আমি আশা করি সকলেই সম্পূর্ণ ডোজ কমপ্লিট করবেন। কোভিড এখনো যায়নি এটা শুধু রূপ পাল্টিয়েছে তাই আমাদের সাবধান থাকতে হবে সব সময়। খাবার আগে হাত ধুয়ে নিতে হবে এবং বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক’র মুন্সিগঞ্জ জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মো. সেলিম মোল্লা, বন্দর প্রোগ্রাম অর্গানাইজার মো. জালাল উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজেশন ওয়াশ প্রশান্ত পন্ডিত, হাইজিন প্রোমোটর মো. তোফাজ্জল।