শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’ জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা কাউন্সিলরদের স্বপদে বহাল চায় না জাতীয় নাগরিক কমিটি তিন আসামি কারাগারে, দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি মিলেছে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ ফোর্ট ও চর সৈয়দপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প সোনারগাঁয়ে বোনের পাঠানো টাকায় নিজের নামে জমি’ ফেরত চাওয়ায় হত্যার হুমকি, থানায় মামলা

ইউএনও’র বাসভবনে ছাত্রলীগের হামলা, মেয়রসহ গু‌লি‌বিদ্ধ ৩০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ৬.১২ এএম
  • ৫১০ বার পড়া হয়েছে

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ আগস্ট) রাতে দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েক শ নেতাকর্মী তার বাসভবনে হামলা চালায়।

হামলায় তাদের হামলায় ইউএনও’র বাসভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে আনসার সদস্য গুলি চালালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ছাত্রলী‌গের পক্ষ থে‌কে বলা হ‌চ্ছে, সি‌টি মেয়রসহ অন্তত ৩০ জন গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন।

এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বাবুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ইউএনও’র নিরাপত্তায় গোয়েন্দা পুলিশের সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের ওই  এলাকার প্রায় এক কিলোমিটারে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

ইউএনও মুনিবুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণের ভেতরে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের শোক দিবস উপলক্ষে ব্যানার-পোস্টার লাগানো ছিল। রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ছিঁড়তে আসে। রাতে লোকজন ঘুমাচ্ছে জানিয়ে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের বৃহস্পতিবার সকালে এগুলো ছিঁড়তে বলেন।

এরপর তারা তাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ইউএনওর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। রাত সাড়ে ১০টা এবং ১১টায় দুই দফায় তারা হামলা চালায় বলে জানান ইউএনও মুনিবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বল‌ছেন, খবর শু‌নে সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ঘটনাস্থ‌লে ছু‌টে আসেন। তখন আনসার সদস্যদের স‌ঙ্গে ছাত্রলী‌গের সংঘর্ষ চল‌ছিল।

জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত দাবি করেছেন, সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তিনি বলেন, সংঘর্ষ থামাতে আনসার গুলি চালালে মেয়রসহ ৩০ জন আহত হন।

রাত ১২টায় হামলাকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান করছিল। এমনকি সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাস্তায় রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। রাস্তায় ময়লাও ফেলা হয়েছে। রাত ১টা পর্যন্ত মহাসড়‌কে যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ইউএনওর কার্যাল‌য়ের সাম‌নে ছাত্রলী‌গের নেতাকমীরা অবস্থান কর‌ছে। সেখা‌নে পু‌লিশও অবস্থান নি‌য়ে‌ছে।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে। তিনি আরো বলেন, সংঘর্ষ থামাতে আনসার সদস্যরা শটগানের গুলিতে বেশ কয়েকজন আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort