শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন

অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলেই প্রতিহত করবো: ভিপি বাদল

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৪.০৫ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

যারা যেখানে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা সেখানে শান্তির পতাকা নিয়ে যাবো। জনসাধারণকে নিয়ে আমরা প্রতিহত করবো। কোন আপোষ হবে না। লড়াই হবে। এ লড়াই মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার লড়াই, এ লড়াই শান্তির লড়াই, শান্তির পক্ষে পতাকা উত্তলন করার লড়াই।

শনিবার দুপুরে নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ব্যানারে উল্লখ করা হয়, বিএনপি, জামাতের অপরাজনীতির প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

আবু হাসানাত মো. শহীদ বাদল বলেন, ঢাকার বঙ্গবাজারে আগুন লাগানোর ঘটনায় আমিতো শুনলাম না কেউ আওয়ামী লীগকে দায় করে। ফিসফিস করে মানুষ বলছে, অগ্নিসন্ত্রাসের কাজ। ধরে রিমান্ডে নিয়ে গেলে সব কথা বেড়িয়ে যাবে। বাংলাদেশে তাদের আর কোন কাজ নাই, জায়গায় জায়গায় অগ্নি সন্ত্রাস। আগুন লাগে, কারা এই আগুন লাগায়? কেন এই আগুন লাগে? আগুন লাগিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। ক্ষমতায় আসতে হলে গণতান্ত্রিত ভাবে আসতে হবে। ভোটের মাধ্যমে আসতে হবে। জনগণ যে রায় দিবে, আওয়ামী লীগ সেই রায়কে সেলুট দিবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। মানুষের শান্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যখনই ডাক দিবে খোকন সাহা ভাই, তখন ঘরে বসে থাকার উপায় নাই।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধা, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. অধ্যাপক আতিকুজ্জামান সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল।

আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর তাতী লীগের সভাপতি এইচ এম ফারুক সাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফারুক হাসান জনি, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজিম, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খোকন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনা ও জসিমউদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নিয়াজুল ইসলাম খান, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ও হারুন ইর রশিদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন নয়ন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রবীন নেতা এস এম পারভেজ, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহিম, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনিস আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort