নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২০২২-২০২৩ অর্থ বছরের সেরা ২১ কর দাতাকে সন্মাননা দিলেন নারায়ণগঞ্জ কর অঞ্চল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ চেম্বার ভবনে কর অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে এ সন্মাননা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ২০২২-২৩ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘ কর দাতা ক্যাটাগরি এমন ২১ জনকে সন্মাননা স্বারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য মো: নাজমুল করিম।
এসময় মো: নাজমুল করিম বলেন, কর বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে আয়কর আহরন বৃদ্ধির জন্য এনবিআর বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। কর দাতাগন যাতে সহজে বুঝতে পারে সেজন্য বাংলায় আয়কর আইন প্রনয়ন করা হয়েছে। এমনকি ঘরে বসে সহজে কর দাখিল করতে পারেন সেজন্য অনলাইন আয়কর রিটান দাখিল ব্যবস্হা প্রচলন করা হয়েছে। তিনি বলেন একটি দেশের উন্নয়ন কাঠামোকে আরো গতিশীল করতে কর ব্যবস্হা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নারায়ণগঞ্জ কর কমিশনার শারমিন ফেরদৌসী এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সহসভাপতি মোরশেদ সারোয়ার
সোহেলসহ সেরা কর দাতাগন।