১ মে ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করবে বিএনপি। দলটির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে এই সমাবেশ সফল করতে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।
এদিকে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও শ্রমিকদলের নেতৃবৃন্দের নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেছে। ১ মে ঢাকার শ্রমিক সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
ফলে পয়লা মে ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের ব্যাপক শো ডাউন দেখাবে এমনটাই জানা গেছে।
জানাগেছে, পয়লা মে ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি শ্রমিকদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৃথক পৃথক ভাবে প্রস্তুতিমূলক সভা করেছে।
সভায় নেতাকর্মীদের শ্রমিক দিবসকে সফল করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ব্যাপক জনবল নিয়ে ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে শ্রমিক সমাবেশ ও র্যালিতে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরাও শ্রমিক সমাবেশ ও র্যালিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মেম্বার বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের ব্যানারে আগামী ১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা হবে।
ইতিমধ্যে কেন্দ্রীয় শ্রমিকদল আমাদেরকে নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে। আমরাও প্রস্তুতিমূলক সভা করেছি। ১ মে নয়াপল্টনে ব্যানার ফেস্টুনের সুসজ্জিত হয়ে আমরা জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা বিশাল শোডাউন দেখাবো। আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।
তিনি আরও বলেন, এই সরকারের আমলের শ্রমিকেরা ন্যায্য মজুরি পাচ্ছে না। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। মহান মে দিবসে আমাদের একটাই দাবি সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। এবং তত্ত্বাবধায় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এই সরকারকে পদত্যাগ করতে হবে। আমাদের শ্রমিকদের যে আন্দোলন সংগ্রাম চলছে তা চলবেই।
জানা গেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে এ শোডাউন করবে দলটি। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্মসংকট দুরীভূত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে অবতীর্ণ হতে হবে।
এছাড়াও গত বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান বলেন, আগামী ১ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টন অফিসের সামনে বেলা আড়াইটায় শ্রমিক সমাবেশ ও র্যালি হবে ।
এই সমাবেশে ও র্যালিতে ঢাকা ও তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা অংশ নেবেন। ঢাকা ছাড়াও সেদিন সারা দেশে মহানগর ও জেলায় শ্রমিক সমাবেশ হবে। এ ব্যাপারে জেলা কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এই সমাবেশ থেকে শ্রমিকদের দাবি-দাওয়া তুলে ধরা হবে বলে জানান নজরুল ইসলাম খান।