জাতীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’র প্রায় শতকোটি ডলার অর্থ কেলেঙ্কারি মামলায় ১২ বছরের সাজা ঘোষণা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। মঙ্গলবার (২৩) আগস্ট এ রায় ঘোষণা করেন মালয়েশিয়ার সুপ্রিম কোর্ট।
কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি তেংকু মাইমুন তুয়ান মাত সাবেক প্রধানমন্ত্রীকে ১২ বছর কারাদণ্ডের রায় দেন।
অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শেষ আপিলে নাজিবের শাস্তি পেছানোর অনুরোধও খারিজ করে দেন বিচারক।
২০২০ সালের জুলাই মাসে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের একটি সাবেক ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে অনৈতিকভাবে ১ কোটি ডলার আত্মসাৎ করে। এর পেছনে ছিলেন নাজিব রাজাক।