নারায়ণগঞ্জ জেলার চাঞ্চল্যকর হকার জুবায়ের হত্যা মামলার আসামী হকার নেতা আসাদসহ ৩ আসামী আদালতে আত্মসমপর্ণ করেছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মুহাম্মদ মহসিনের আদালতে জামিন চেয়ে তিন আসামী আত্মসমপর্ণ করলে আদালত এই তিন আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। আদালতে আত্মসমপর্ণ করা আসামীরা হলো হকার নেতা আসাদ (৪০), সানি (২৩) ও মহসিন (৬০)।
আসাদসহ ৩ আসামীর আদালতে আত্মসমপর্ণের বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বলেন, সকালে হকার জুবায়ের হত্যা মামলার আসামী হকার নেতা আসাদ, সানী ও মহসিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মুহাম্মদ মোহসীনের আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।
জুবায়ের হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবি শেখ আনজুম আহমেদ রিফাত আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের বিষয়ে নিশ্চিয়তা প্রদান করে আসামীদের বিচার দাবী করে বলেন,আজকে সকালে নারায়ণগঞ্জ জেলার চাঞ্চল্যকর হকার জুবায়ের হত্যা মামলার ২নং আসামী হকার নেতা আসাদ, ৬ নং আসামী সানি ও ৮ নং আসামী মহসিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মুহাম্মদ মোহসীনের আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।
এই মামলার প্রধান আসামী ইকবাল ও স্বপন ইতিমধ্যে কারাগারে আছে। আমরা চাই ছোট শিশু জুবায়েরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আদালত আসামীদের বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।
নিহত জুবায়ের মা মুক্তা সংবাদ মাধ্যমকে জানায়,আজকে আমার ছেলে জুবায়ের হত্যার আরো তিন আসামী আদালতে আত্মসমপর্ণ করছে।আমার একটাই দাবী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে জুবায়েরকে যারা হত্যা করেছে তাদের বিচার হোক।
উল্লেখ্য যে,গত বছরের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের পুত্র।
এ ঘটনায় নিহত জুবায়ের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামি ইকবাল ওরফে ডাক্তার (৩০), হকার নেতা আসাদ (৪০),স্বপন (৩২), সায়মন (২১), হাসান (১৯), সানী (২৩), রাসেল (২৪), মহসিন (৬০) ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ঘটনায় জড়িত প্রধান আসামি ইকবালসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ অক্টোবর র্যাব-১১ ও র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে নিহত জুবায়ের হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইকবালকে গ্রেফতার করে।
ইকবাল সোনারগাঁও বুরুমদীর আব্দুস সামাদের ছেলে। মঙ্গলবার মামলার বাকি আসামীদের মধ্যে আসাদ, সানি ও মহসিন আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।