‘হকার উঠালে সব উঠাবেন, আমি বাধা দেবো না’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, সমস্যার সমাধান করতে হলে সবাইকে কাজ করতে হবে। সেলিম ভাই ও আইভী চাচ্ছে হকার থাকবে না। আমিও চাই, বাধা দেবো না। কিন্তু এখানে যেন পক্ষপাতিত্ব না হয়। এটা থাকবে ওটা থাকবে না। তাহলে কিন্তু সমালোচনা হবে। হকার উঠালে সব উঠাবেন। মীর জুমলা সড়ক বন্ধ। হাইস্কুলের সড়কটা খালি থাকলে সেটা মীর জুমলা সড়ক হয়ে বাসস্ট্যান্ডে চলে যাবে। ভালো কাজ আমরা সবাই মিলে করব। পুরো শহর হকার মুক্ত করুন। কবে করবেন জানান।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের যানজট ও ফুটপাত দখল সমস্যার সমাধানে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে ইপিজেড ছুটি হলে রাস্তাটা অকেজো হয়ে যায়। ফুটওভার হলে সেই রাস্তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। হয় সিটি কর্পোরেশন করবে না হলে সওজ করবে। আমি আর আইভী একটা কাগজে সই করে পাঠালে এটা হয়ে যাবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ পায়ে হাটা শহর। এখানে এতো ইজি বাইক বেবী টেক্সি কেনো। এদের নির্ধারিত স্থান দিতে হবে। এরা কিন্তু সমাজের অনেককে টাকা দেয়। এই অটোরিকশার ব্যাটারি চার্জের কারণে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়। এরা কিন্তু বিদ্যুৎ বিল দিচ্ছে না। তারা বিল না দিয়ে চলছে, গাড়ি চালাচ্ছে।
শামীম ওসমান বলেন, বিআরটিএ প্রয়োজনের অতিরিক্ত গাড়ির পারমিশন দেবে না। আর সেক্ষেত্রে আমাদের নারায়ণগঞ্জের পরিবহন ব্যবসায়ীদের আগে মূল্যায়ন করা উচিত। সিএনজি ও অটোরিকশার পারমিশন সিটি করপোরেশন দিলে কাল এর অজুহাতে সারা দেশে সবাই পারমিশন দেবে।
তিনি আরও বলেন, ছোট একটা সড়কে ১৬ বার ট্রেন চললে পুলিশ কেন ফেরেশতাদের জন্যেও যানজট কমানো সম্ভব না। আমরা রেল মন্ত্রণালয়ে বলতে পারি চাষাড়া থেকে ২নং রেলগেইট পর্যন্ত রেল লাইন তুলে দেয়া হোক, অথবা শুধু ইঞ্জিনটা ঘুরবে ২নং রেল গেইট দিয়ে। তাহলেও যানজট কমবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু’র সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. শামসুল কবীর প্রমুখ।
আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।