রুদ্রবার্তা২৪.নেট: সোনারগাঁয়ে তেলভর্তি ট্রাক তল্লাশী করে ২৮ কেজি গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১১ হাজার ৮শ’ ৯০ টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো মো. লিটন (২৭) ও মো. লেবু (৩২)। শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তেলভর্তি মিনি ট্রাকটিও জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে পণ্যবাহী মিনি ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।