সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সোমবার ১২ই সেপ্টেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে স্কলার্স মেরিট স্কুল এন্ড কলেজের বর্ষপূর্তি ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় অনুষদের মার্কেটিং ডিপার্টমেন্টপর সাবেক চেয়ারম্যান প্রফেসর জহির উদ্দিন আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক দেবাশীষ কুন্ড, আবদুল লতিফ জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর কবির সুমন। স্কলার্স মেরিট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল আরিফ উল্লাহর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আব্দুর রহিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ছাত্র ছাত্রী তৈরী হয়। সেজন্য শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো তারা যেন সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
সভাপতি তার বক্তব্যে বলেন এক বছরে স্কলার্স মেরিট স্কুল এন্ড কলেজ যে সফলতা অর্জন করেছেন আমি আশাকরি আগামীতে এই প্রতিষ্ঠান আরো ভালো করবে। সেজন্য উপস্থিত গার্ডিয়ান সহ সকলকে সার্বিকভাবে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।
কয়েকজন অভিভাবক তাদের বক্তব্যে বলেন এক বছরে স্কলার্স মেরিট স্কুল এন্ড কলেজ আমাদের সন্তানদের যে পাঠদান করেছেন আমরা শিক্ষক ও শিক্ষিকাদের এমন কার্যক্রমে খুবই আনন্দিত। আমরা আশাবাদী আগামীতে প্রতিষ্ঠানটি আরো ভালো করবে কারণ অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ খুবই আন্তরিক। তারা শিক্ষার্থীদের সন্তানের মতো করে আদর করে এবং পাঠদান করেন।