বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডা. এনামের তৃতীয় স্ত্রী মেজাজ খারাপ হলেই পেটান ডা. ফরিদা ছাত্রলীগ নেতার মিথ্যা মামলায় খালাস পেলেন সাংবাদিক শামীম ওসমান- গোলাম দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা সিকিমে প্রেমিকের সঙ্গে একান্তে মধুমিতা জনগণের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ জঙ্গি না.গঞ্জে নন-কমিউনিকেবল ডিজিজ ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশন প্রশিক্ষণ কর্মশালা কলাগাছিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়ার প্রতি ইউপি সদস্যদের অনাস্থা রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট

সোনারগাঁয় যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.৩৪ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে স্ত্রী নির্যাতনে অভিযোগে দায়ের করা মামলার পরোয়ানায় যৌতুক লোভী স্বামী জেবায়েদ রানা (রাহুল) (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জেবায়েদ রানা (রাহুল) উপজেলার পিরোজপুর ইউনিয়নের বড় নগর গ্রামের মো. আব্বাছ মেম্বারের ছোট ছেলে।

জানাগেছে, ভুক্তভোগী আরিফা আক্তার সোনারগাঁ আদালতে জি আর ৩৭০/২০২৩ এ মামলা করেন। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে যৌতুক লোভী স্বামী জেবায়েদ রানা রাহুল বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দেন।

 

আদেশের প্রেক্ষিতে সোনারগাঁ থানা পুলিশ গত বুধবার তার নিজ বাড়ী থেকে জেবায়েদ রানা (রাহুল) কে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত যৌতুক লোভী স্বামী জেবায়েদ রানা (রাহুল)কে আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান জানান, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের বড় নগর গ্রামের মোঃ আলমাছ এর মেয়ে আরিফা আক্তার (২৩) এর সাথে একই উপজেলার পিরোজপুর ইউনিয়নের বড় নগর গ্রামের মো. আব্বাছ মেম্বারের ছোট ছেলে জেবায়েদ রানা রাহুল (৩০) এর সাথে ২০২৩ সালের ১৭ ফ্রেরুয়ারী ৪ লাখ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়।

 

বিয়ের সময় মেয়ের পিতা মো. আলমাছ বিভিন্ন উপঢৌকন দেন। পরবর্তিতে শহরে জমি কেনার কথা বলে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। সে মোতাবেক টাকা না দিতে পারায় স্ত্রী আরিফা আক্তারকে সামাজিক ভাবে তার নিজ বাড়ীতে উঠিয়ে নিবে না বলে জানান।

 

কিন্তু পিতার নিকট হতে টাকা চাইতে অস্বীকার করায় স্ত্রী আরিফা আক্তারকে বাপের বাড়ীতে গিয়ে মারপিট করে চলে আসে যৌতুক লোভী স্বামী জেবায়েদ রানা রাহুল।

এরপর সুবিচার পাওয়ার আশায় স্ত্রী আরিফা আক্তার নারায়ণগঞ্জ সোনারগাঁও আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন যার নং-৩৭০/২০২৩। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন গত ১৪ জুন জেবায়েদ রানা রাহুল ও তার সাথে আরো লোকজন মেয়ের পিত্রালয়ে আসে এবং মামলা প্রত্যাহরসহ দাবীকৃত ৫ লাখ টাকা যৌতুক দাবী করে।

 

এতে বাদীনি রাজি না হওয়াই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাদীনিকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে এবং তার বামপাশের হাতের হাড় ফেটে যায়। এ ছাড়াও বাদীনির গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে।

 

পুনরায় বাদীনিকে কথা আছে বলে সোনারগায়ের চৈারাস্তায় ডেকে এনে আসামী জেবায়েদ রানা রাহুল ও তার বোন জামাই কাজী শারজাহান শিবলী ও আরো কয়েকজন মিলে বাদীনিকে এলপাথারী মারধর করে এ সময় তার তলপেটে লাথি মারে সে এখন চিকিৎসা দিন আছেন।

এ ঘটনায় আরিফা আক্তার বাদী হয়ে ১৫ জুন নারায়ণগঞ্জ সোনারগাঁও আদালতে যৌতুক আইনে এবং নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মামলা করেন স্বামী জেবায়েদ রানা রাহুল, তার মা, পিতা মো. আব্বাছ মেম্বার (৬৫) ও বোন জামাই কাজী শারজাহান শিবলী (৪৫) এর নামে মামলা করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান জানান, গ্রেপ্তার জেবায়েদ রানা রাহুলসহ ৫ জনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামী জেবায়ের রানা রাহুলকে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort