নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৌদ্দ কেজি গাজাসহ মো. মামুন হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও থানা এলাকার মেনীখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করে র্যাব। গ্রেপ্তারকৃত মো. মামুন হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সাদাইদা জমাদ্দারবাড়ি গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মামুন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।