দোকান বাকি টাকা চাওয়ার জের ধরে মহিলা দোকানী রিমা বেগম (২৬)কে ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে লেডি সন্ত্রাসী ও দেনাদার মরিয়ম বেগম ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে।
ওই সময় হামলাকারিরা মহিলা দোকানীকে শ্লীতাহানী করে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় মহিলা দোকানীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
গত বুধবার (৩ মে) বেলা ১২টায় সোনারগাঁ থানার গোবিন্দপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত দোকানী রিমা বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে লেডি সন্ত্রাসী মরিয়ম বেগমকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার বানিয়াচং এলাকার কাউছার মিয়ার স্ত্রী রিমা বেগম জিবীকার তাগিদে বাড়ি সামনে একটি মুদি দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।
এ সুবাদে একই থানার গোবিন্দপুর এলাকার শওকত মিয়া স্ত্রী লেডি সন্ত্রাসী মরিয়ম বেগম উল্লেখিত দোকানে বাকিতে সদাই খেয়ে টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানা করে আসছে। এর ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে দোকানী রিমা বেগম দেনাদার মরিয়ম বেগমের নিকট দোকান বাকি পাওনা টাকা চায়।
এ ঘটনায় দেনাদার মরিয়ম বেগমসহ অজ্ঞাত নামা ২/৩ জন ক্ষিপ্ত হয়ে মাছ কাটা বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে মহিলা দোকানী কুপিয়ে জখম করে ১টি ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে পালিয়ে যায়।