শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ব্যবসায়ীর ৭১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩, উদ্ধার ৩০ লক্ষ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৬.২৯ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জালালউদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ কামরুজ্জামান (২০), ফয়সাল (২৮) ও ইমরান আহম্মেদ (২০) নামে তিন ছিনতাইকারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামের আলমগীর মেম্বার এর বাড়ীর সামনে তিনি এ ছিনতাইয়ের শিকার হন।

এ ঘটনায় ব্যবসায়ী জালালউদ্দিন বাদি হয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান, নাগেরগাঁও গ্রামের জয়নালের ছেলে ফয়সাল ও একই গ্রামের আব্দুল আলীর ছেলে ইমরান আহম্মেদসহ ১৫জনকে আসামী করে সোনারগাঁ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান চেঙ্গাকান্দী গ্রামের শাওন, জাকারিয়া, মাসুম, কামরুজ্জামান তারা প্রায় ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে ছয়হিস্যা গ্রামের লিটন, শহীদ, ফয়সাল ও আনোয়ার ৮০ লক্ষ টাকাসহ বড় ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় ঐ ব্যবসায়ী চিৎকার দিলে তারা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকারও বেশি উদ্ধার ও ৩ জনকে গ্রেফতার করে। তারা আরও জানান, এসব ছিনতাকারী ও মাদক ব্যবসায়ীদেরকে ৫ নং ওয়ার্ডের নুরুজ্জামান নুরু মেম্বার ও ৬ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রফিক মেম্বার বিভিন্ন অপকর্মের জন্য শেল্টার দিয়ে থাকেন।

এদিকে গত রোববার সন্ধ্যার পর থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে থানার একদল পুলিশ কর্মকর্তা ও পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেফতার করেন। তবে অন্যান্য ছিনতাইকারীকে গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গত শনিবার দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মীরেরখিল গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ব্যবসায়ী জালাল উদ্দিন একটি প্রাইভেটকারযোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১৫-১৬ জনের একটি ডাকাতদল রাস্তার দুই পাশ থেকে হামলা করে গাড়ীটি চারপাশ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় ডাকাতদের ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি নিরাপত্তার জন্য সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে গিয়ে অবস্থান নেয়। পরে ওই ব্যবসায়ী আশপাশের লোকদের কাছ থেকে সাহায্য চাইলে, স্থানীয় ছিনতাইকারী লিটন ও ফয়সালের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি ছিনতাইকারী দল ঐ ব্যবসায়ীকে পিটিয়ে গাড়িতে থাকা নগদ ৭১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort