স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেধা বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের আয়োজনে এই মেধা বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অত্র এলাকার শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
অধ্যক্ষ কামাল হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উল্লাহ, সোনারগাঁ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুলের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোর্তূজা, ৪৯ নং বাড়ি মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম মোস্তফা গোলাপ, মোঃ সালাউদ্দিন প্রধানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন।
পরে মেধা তালিকা অনুযায়ী প্লে থেকে পঞ্চম শ্রেণির মোট ৮৫ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে খালেক আঞ্জুমান স্কুল কতৃপক্ষের আয়োজনে এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।